জাত চেনাচ্ছেন রাব্বি
ইয়াসির আলী রাব্বি।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১০:২৩
দুর্বার রাজশাহী খুব বড় দল না হলেও মাঠে ভালোই লড়াই করে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই গভীরতা আছে। তাসকিন আহমেদ একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে জেতান দলকে। ওই ম্যাচের পর গতকাল আরেকটি জয়ের দেখা পেলেন তাসকিনরা। সিলেটে তাদের দল রাজশাহী অলআউট ক্রিকেট খেলে ২৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয় জয় রাজশাহীর। ইয়াসির আলী রাব্বি ধারাবাহিক ভালো করায় বড় স্কোর পাচ্ছে দলটি। তিন ম্যাচে খুলনার প্রথম হার।
খুলনার বোলিং লাইনআপ ভালো হলেও রাজশাহীর ব্যাটাররা ছাড় দেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করেন তারা। মোহাম্মদ হারিস ও জিসান আলমের ওপেনিং জুটি হয় ৪৪ রানের। হারিস ২০ বলে ২৭ রান করে নাসুম আহমেদের বলে বোল্ড হন। ২৩ রানে মোহাম্মদ নেওয়াজের শিকার জিসান।
এনামুল হক বিজয় ও মেহরব দ্রুত আউট হলেও মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। ৫১ বলে ৮৮ রানের দারুণ একটি জুটি গড়েন তারা। রাব্বি ২৫ বলে ৪১ রানে আবু হায়দারের শিকার। বার্ল ২৯ বলে ৪৮ রানে অপরাজিত। আকবর আলী খেলেন ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস। তিনটি চার ও একটি ছয় মেরেছেন তিনি। তিন ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট শিকার বাঁহাতি স্পিনার নাসুমের। জবাব দিতে নেমে শুরুতেই গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারায় খুলনা। অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বোসিস্টো ৬ রান করে জিসানের শিকার। শুরুর ধাক্কা শামাল দিতে গিয়ে ডট বেশি খেলেন নাঈম হাসান। ২৮ বলে ২১ রান করেন তিনি।
মিডল অর্ডারে আফিফ হোসেন ৩০ বলে ৩৩ রান করলেও বাকিরা জুটি গড়ায় ব্যর্থ। ফলে ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয় খুলনা। তাসকিন আহমেদ, সোহাগ গাজী ও রায়ন বার্ল দুটি করে উইকেট নেন। খুলনার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানো নিয়ে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘আশা করছিলাম, যেন বড় স্কোর দিতে পারি। আমরা যে রান দিয়েছি, সেটা যে ডিফেন্ড করা সম্ভব, সেটা বোলারা করেছেন।