তামিমের বিদায়ে সতীর্থদের প্রতিক্রিয়া
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৩:৪২
সব নাটকীয়তার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে অবসরের কথা জানিয়ে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তামিম। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে ক্যারিয়ার শুরু করা তামিম তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৩৮৭ ম্যাচ খেলা তামিম করেছেন ১৫,১৯২ রান, যা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এই কিংবদন্তির বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার দীর্ঘদিনের সতীর্থরাও।
মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে তামিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তামিম, দীর্ঘ ও চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার অসাধারণ অর্জনগুলোর জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক কিছু অর্জন করেছ এবং বাংলাদেশের দলের জন্য অসামান্য অবদান রেখেছ। আমার মনে হয়, এটি ছিল আমাদের শেষবারের মতো বাংলাদেশের হয়ে একসঙ্গে ব্যাটিং। তোমার সঙ্গে খেলতে পারা এবং মাঠের ভেতরে ও বাইরে এত স্মৃতি ভাগাভাগি করতে পারা সত্যিই অনেক আনন্দের ছিল। আমি তোমার অবসরজীবনের জন্য শুভকামনা জানাই এবং ভবিষ্যতের সকল কাজে সাফল্য কামনা করি। তোমার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
মুশফিকুর রহিম স্মরণ করেন ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের চোট নিয়ে ব্যাটিং করার সেই সাহসিকতা। সেবার সুরাঙ্গা লাকমলের বাউন্সের বল হুক করতে গিয়ে বল লাগে তামিমের আঙুল ও কবজিতে। ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। মাঠ থেকে ওঠে সোজা ড্রেসিংরুমে চলে যান। পরে সেখান থেকে হাসপাতালে স্ক্যান করার পর জানা যায় চিড় ধরেছে কবজিতে। কিন্তু হাসপাতাল থেকে ফিরে দলের প্রয়োজনে একহাতে করেছিলেন ব্যাটিং। সেই স্মৃতি উল্লেখ করে মুশফিক ফেসবুকে লিখেছেন, ‘তোমার অবসর উপলক্ষে আমি জানাতে চাই, তোমার অর্জনগুলো নিয়ে আমি কতটা গর্বিত, তামিম। দোস্ত, তুমি বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ প্রতিনিধি ছিলে এবং বিশ্বমানের একজন ব্যাটার। দুবাইয়ের সেই জুটি আমার সারা জীবন মনে থাকবে, বিশেষ করে যখন তুমি চোট পাওয়া আঙুল নিয়েও ব্যাটিং করেছিলে। এটি তোমার দেশের প্রতি নিবেদন ও খেলাটার প্রতি ভালোবাসা স্পষ্ট করে। হ্যাপি রিটায়ারমেন্ট, দোস্ত। তোমাকে মাঠে খুব মিস করব, তবে ক্রিকেটের মাধ্যমে একজন দুর্দান্ত বন্ধুকে পাওয়ার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ।’
তামিমের সাবেক ওপেনিং সঙ্গী সৌম্য সরকার ফেসবুকে পোস্টে লেখেন, ‘নতুন শুরুর জন্য এবং সারা জীবনের অমূল্য স্মৃতিগুলোর জন্য শুভেচ্ছা। অবসর কোনো শেষ নয়, বরং এটি এক নতুন সুন্দর অধ্যায়ের সূচনা। সামনের যাত্রাটা উপভোগ করুন। হ্যাপি রিটায়ারমেন্ট, ভাই। মাঠে তোমার অভাব অনুভব করব।’
শাহরিয়ার নাফীস, যিনি তামিমের ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গী ছিলেন, বিদায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তোমার অবদান বাংলাদেশ সব সময় মনে রাখবে তামিম ইকবাল।’
তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব তামিমের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটের এক সত্যিকারের কিংবদন্তি, আজ খেলাটিকে বিদায় জানালেন। মাঠের ভেতরে এবং বাইরে তার অবদান চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। তিনি একজন অগ্রদূত, একজন লড়াকু যোদ্ধা এবং আমাদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। খেলার বাইরেও, তার সৌজন্যতা আমার ব্যক্তিজীবনে গভীর প্রভাব ফেলেছে, এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। ধন্যবাদ তামিম ভাই, অসংখ্য স্মৃতি আর অনুপ্রেরণার জন্য। জীবনের এই নতুন অধ্যায়ে আপনার জন্য রইল অনেক শুভকামনা।’
- বিষয় :
- তামিম ইকবাল