ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

সৌদিতে মায়োর্কা ফুটবলারদের স্ত্রী-সন্তানরা হয়রানির শিকার 

সৌদিতে মায়োর্কা ফুটবলারদের স্ত্রী-সন্তানরা হয়রানির শিকার 

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৫:২২

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অংশ নিতে সৌদি আরবের জেদ্দায় গিয়েছিল মায়োর্কা ফুটবল ক্লাব। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি তাদের খেলোয়াড়দের পরিবারের সঙ্গে ঘটেছে অস্বস্তিকর একটি ঘটনা। স্টেডিয়ামের বাইরে হয়রানির শিকার হয়েছেন মায়োর্কার ফুটবলারদের স্ত্রী ও সন্তানরা।  

মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা বিষয়টি স্প্যানিশ টিভি চ্যানেল স্পোর্টস আইবি-৩-এ এক সাক্ষাৎকারে তুলে ধরেন। তিনি জানান, কিং আবদুল্লাহ স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় স্থানীয় কিছু পুরুষ তাদের ছবি তোলে এবং হয়রানি করে। তার সঙ্গে ছিলেন মায়োর্কার গোলকিপার ডমিনিক গ্রিফের স্ত্রী নাতালিয়া কালুজোভা।  

পালভারা বলেন, স্টেডিয়াম থেকে বের হওয়াটা খুব কঠিন ছিল। আমরা সন্তানদের সঙ্গে বের হচ্ছিলাম, কিন্তু কোনো নিরাপত্তা ছিল না। স্থানীয় কিছু পুরুষ এসে আমাদের ছবি তোলা শুরু করে এবং হয়রানি করে। আমার মেয়ে তখন ঘুমিয়ে ছিল। এটি আমাদের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতি ছিল। আমাদের নিরাপত্তার জন্য কেউ ছিল না।

নাতালিয়া কালুজোভা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানান, তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আমাদের ধাক্কা দিয়ে ভিডিও করা হয়েছে, অযাচিতভাবে ছোঁয়া হয়েছে এবং আমাদের মুখের সামনে ফোন ধরে ভিডিও তোলা হয়েছে।

এ ঘটনায় মায়োর্কা ফুটবল ক্লাব তীব্র নিন্দা জানিয়েছে। ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি, ক্লাবটি জানিয়েছে, শুধু খেলোয়াড়দের পরিবারের সদস্যরাই নয়, ম্যাচ শেষে মাঠের বাইরে আরও অনেক সমর্থকও হয়রানির শিকার হয়েছেন।

আরও পড়ুন

×