ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা  

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা  

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৬:০১

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর হোয়াইটওয়াশের শঙ্কায় ছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ১৪০ রানের বিশাল জয় তুলে নেয় চারিথ আসালঙ্কার দল। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে দুই দল।  

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রানের বড় পুঁজি দাঁড় করায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস ২৯.৪ ওভারেই ১৫০ রানে গুটিয়ে যায়।  

শ্রীলঙ্কার বোলারদের তোপে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। ৪৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে স্বাগতিক দল। মনে হচ্ছিল, একশর আগে অলআউট হবে তারা। তবে মার্ক চ্যাপম্যান লড়াই চালিয়ে যান। ৮১ বলে ৮১ রানের ইনিংস খেলে তিনি কিছুটা মান বাঁচান। শেষ পর্যন্ত মাহিশ থিকসানার বলে বোল্ড হলে শেষ হয় কিউইদের ইনিংস। চ্যাপম্যান ছাড়া দলের আর কেউ ২০ রানের ঘরও ছুঁতে পারেননি।  

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে জয়ের ভিত গড়ে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, এবং জেনিথ লিয়ানাগে। নিশাঙ্কা ৬ চার ও ৫ ছক্কার ঝড়ো ইনিংসে মাত্র ৪২ বলে করেন ৬৬ রান। লিয়ানাগে ৫২ বলে ৫৩ রানের কার্যকর ইনিংস উপহার দেন। কামিন্দু মেন্ডিস করেন ৭১ বলে ৪৬ রান।  

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ম্যাট হেনরি। ৫৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। মিচেল স্যান্টনার নেন ২টি উইকেট।  শ্রীলঙ্কার বোলারদের মধ্যে আসিথা ফার্নান্ডো, মাহিশ থিকসানা এবং এশান মালিঙ্গা তিনটি করে উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

আরও পড়ুন

×