পর্তুগালের ক্লাব কিনছেন রিয়ালের ভিনি
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৬:৪৭
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ক্লাব কেনার পরিকল্পনা করছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপ-এর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন। বর্তমানে সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপ খেলতে থাকা ভিনি ভবিষ্যতে ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের ব্যবসায়িক দিকটি বিস্তৃত করার লক্ষ্যেই এমন চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে।
পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে, দুই পক্ষের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। ক্লাবটি কিনতে ভিনি নাকি ১ কোটি ২ লাখ ৫০ হাজার ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি ৫৫ লাখ টাকা) প্রস্তাব রেখেছেন আলোচনার টেবিলে।
পর্তুগালের দ্বিতীয় বিভাগে ১৮টি ক্লাব রয়েছে, যার মধ্যে বেনফিকা ও পোর্তোর রিজার্ভ দলও অন্তর্ভুক্ত। এই লিগে একটি ক্লাব, পোর্তিমোনেন্স, ইতোমধ্যেই ব্রাজিলিয়ান রদিনেই সাম্পাইওর নেতৃত্বে রয়েছে।
ভিনিসিয়াস প্রথম সক্রিয় ফুটবলার নন, যিনি ক্লাব কেনার পরিকল্পনা করেছেন। তার রিয়াল মাদ্রিদ সতীর্থ কিলিয়ান এমবাপ্পে গত বছর ফরাসি দ্বিতীয় বিভাগের ক্লাব কঁ-এর প্রধান শেয়ারহোল্ডার হয়েছেন। আর ফরাসি তারকা এন’গোলো কান্তে বেলজিয়ামের তৃতীয় বিভাগের ক্লাব রয়্যাল এক্সেলসিয়র ভার্টনের মালিক।
ভিনিসিয়াস বর্তমানে নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ, যা ২০২৮ সাল পর্যন্ত চলবে। কিছুদিন আগেই তিনি নাইকির সঙ্গে একটি নতুন চুক্তি করেছেন, যা তাকে ফুটবলে এই বহুজাতিক কোম্পানির অন্যতম প্রধান মুখ হিসেবে তুলে ধরেছে। এর পাশাপাশি ভিনির ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার একটি দীর্ঘ তালিকা রয়েছে। তিনি রক নেশন নামক এজেন্সির প্রতিনিধিত্ব করেন এবং নিয়মিতই এনবিএ ও এনএফএলের মতো অন্যান্য খেলার অভিজাত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখেন।
- বিষয় :
- রিয়াল মাদ্রিদ
- ভিনিসিয়াস জুনিয়র