লুঙ্গি-নরখিয়াকে নিয়ে প্রোটিয়াদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ | ১৪:২৮
ইনজুরির কারণে পুরো ঘরোয়া ও আন্তর্জাতিক মৌসুম মিস করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার দুই ফাস্ট বোলার আইনরিখ নরখিয়া ও লুঙ্গি এনগিডি। পায়ের আঙুল ভাঙার কারণে ছিটকে গিয়েছিলেন নরখিয়া, আর গ্রোয়িন ইনজুরিতে ভুগছিলেন এনগিডি। তবে দীর্ঘ বিরতির পর এই আইসিসি ইভেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তারা।
১৫ সদস্যের প্রোটিয়া দলটির নেতৃত্বে থাকবেন টেম্বা বাভুমা। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে এই স্কোয়াডে আছেন ১০ জন খেলোয়াড়। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে জায়গা পেয়েছেন ভিয়ান মুল্ডার, টনি ডি জর্জি এবং রায়ান রিকেলটন।
দক্ষিণ আফ্রিকা বি গ্রুপে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে। তাদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ২৫ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আইনরিখ নরখিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন।
- বিষয় :
- দক্ষিণ অফ্রিকা