সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রানের পাহাড়

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ | ১৫:২৩
চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুলে ২০৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং কিংস। রোববার (১৩ জানুয়ারি) বন্দরনগরীর দলটি টস হেরে ব্যাট করতে নেমে এই বিশাল স্কোর গড়ে।
প্রথমে ব্যাট করতে নেমে উসমান খান শুরুটা ভালো করলেও দ্রুতই বিদায় নেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়া পারভেজ ইমন। মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে তিনে নেমে গ্রাহাম ক্লার্কের সঙ্গে মিলে রানের গতি ধরে রাখেন উসমান।
উসমান খান ৩২ বলে ফিফটি তুলে নেন, তবে এর দুই বল পরেই ক্যাচ দিয়ে ফেরেন। অপর প্রান্তে থাকা গ্রাহাম ক্লার্কও দ্রুতগতিতে রান তুলতে থাকেন এবং ২৮ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬০ রান করে আউট হন তিনি।
মোহাম্মদ মিথুন ১৯ বলে ২৮ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর শামীম হোসেন ১ রান করে আউট হলেও চট্টগ্রামের ইনিংস সামাল দেন হায়দার আলি। ১৮ বলের ঝোড়ো অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে চিটাগং কিংস সংগ্রহ দাঁড় করায় ২০৩ রান।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তানজিম সাকিব, তিনি দুটি উইকেট শিকার করেন। নাহিদুল ইসলাম, রুয়েল মিয়াহ ও আরিফুল হক একটি করে উইকেট তুলে নেন।
- বিষয় :
- বিপিএল