পিএসএলে দল পেলেন নাহিদ রানা

বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫ | ১৬:৫৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ | ১৬:৫৯
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ড্রাফট থেকে প্রথম দফায় দল পাননি বাংলাদেশের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনরা। তবে পিএসএলের ১০ম আসরের ড্রাফট থেকে দল পেয়েছেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানা।
তাকে পেশোয়ার জালমি দলে নিয়েছে। নাহিদ রানা ড্রফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন। সেখান থেকে প্রথম রাউন্ডের ডাকে তাকে দলে নিয়েছে জালমি। নাহিদ রানা পেশোয়ারে সতীর্থ হিসেবে পাবেন বাবর আজম, সায়েম আইয়ূব, মোহাম্মদ হ্যারিস, করবিন বোচদের।
সোমবার শুরু হওয়া পিএসএল ড্রাফটের শুরুতে প্লাটিনাম ক্যাটাগরি থেকে ক্রিকেটার ডাকা শুরু করে ফ্র্যাঞ্চাইজি। ওই ক্যাটাগরির ৪৪ ক্রিকেটারের মধ্যে ছিলেন সাকিব ও মুস্তাফিজ। ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেনসহ ১০ জন ক্রিকেটার দল পেলেও সাকিব-মুস্তাফিজে আগ্রহ দেখায়নি কোন দল।
প্লাটিনামের পর ডায়মন্ড ক্যাটাগরি থেকে প্লেয়ার ডাকা শুরু হয়। ওই ক্যাটাগারিতে ছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার তাওহীদ হৃদয়। কিন্তু তারাও দল পাননি।
ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। ওই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ। নাহিদ রানা আইপিএল ড্রাফটে থাকলেও দল পাননি। পিএসএলে খেলার ছাড়পত্র পেলে এটি হবে তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।
- বিষয় :
- পিএসএল
- নাহিদ রানা