নেটফ্লিক্সে আসছে ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথের তথ্যচিত্র

ছবি- এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ১২:১৬
রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ। দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয় আইসিসি বা এসিসি আয়োজিত টুর্নামেন্ট পর্যন্ত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে নেটফ্লিক্স নিয়ে আসছে ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র।
এই তথ্যচিত্রে তুলে ধরা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মাঠের লড়াই ও তার পেছনের গল্প। এতে থাকছেন সুনীল গাভাস্কার, বীরেন্দর শেবাগ, শোয়েব আখতারসহ আরও অনেক কিংবদন্তি। তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা: ভারত বনাম পাকিস্তান’। এটি মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।
নেটফ্লিক্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যচিত্রের পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘দুটি জাতি। একটি মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা। ১৬০ কোটির প্রার্থনা। একটি লিগ্যাসির রোমাঞ্চকর সাক্ষী হতে আসুন। এর মতো কিছুই আর হতে পারে না।’
Two nations. One epic Rivalry. 1.6 Billion prayers.
— Netflix India (@NetflixIndia) January 13, 2025
Come witness the thrill of a legacy like no other in The Greatest Rivalry: India vs Pakistan, arriving on 7th February, only on Netflix.#TheGreatestRivalryIndiaVsPakistanOnNetflix #TheGreatestRivalryIndiaVsPakistan pic.twitter.com/zva657sI3i
তথ্যচিত্রে ১৯৭৮ সালে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হবে। মাঠের উত্তেজনার পাশাপাশি খেলোয়াড়দের মানসিক চাপ, প্রস্তুতি এবং প্রতিটি ম্যাচের পেছনের অজানা কাহিনিগুলো থাকবে এতে।
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আয়োজন সহজ কাজ নয়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারত সরকার দল পাঠাতে রাজি না হওয়ায় টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল বেছে নেওয়া হয়েছে। এই মডেলের অধীনে ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে। ফলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদিদের ভারতীয় দলের মুখোমুখি হতে আরব আমিরাতে পাড়ি জমাতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইতে। তার আগে মুক্তি পেতে যাওয়া এই তথ্যচিত্র ভক্তদের উত্তেজনা আরও বাড়াবে।