ঢাকা সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

সবার আগে সেরা চারে রংপুর রাইডার্স

সবার আগে সেরা চারে রংপুর রাইডার্স

ছবি- রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫ | ০৯:২৩

এই রংপুর অপ্রতিরোধ্য। ভেন্যু বা প্রতিপক্ষ; কোনো কিছুই বাধা হতে পারেনি তাদের ভালো ক্রিকেট খেলায়। মিরপুর থেকে সিলেট হয়ে রংপুর রাইডার্সের জয়রথ চলছে চট্টগ্রামেও। গতকাল তারা স্বাগতিক চিটাগংকে হারিয়েছে ৩৩ রানে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ফরচুন বরিশাল ও চিটাগং কিংস থেকে ৮ পয়েন্টের ব্যবধান তাদের। 

গতকাল চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৭ উইকেটে ১৬৪ রান করে রংপুর। স্টিভেন টেইলর ৩৯ রান করেন। খুশদিল শাহর ব্যাট থেকে এসেছে ৫৯ রান। দুটি চার ও সাতটি ছয়ের মারে ২৮ বলে ইনিংসটি সাজান তিনি। রংপুরের এই পাকিস্তানি অলরাউন্ডার প্রথম থেকেই ভালো খেলছেন। 

চিটাগংয়ের বিপক্ষে নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলতে নামলেও বোলিংয়ে প্রভাব পড়েনি। আঁটসাঁট বোলিং দিয়ে চিটাগংকে ৮ উইকেটে ১৩১ রানে বেঁধে ফেলেছে। পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৬, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্ক ২৩, শামীম হোসেন পাটোয়ারি ৩৮ রান করেন। আকিফ জাভেদ চার ও খুশদিল শাহ দুটি উইকেট নেন। 

পাঁচ ম্যাচে দ্বিতীয় হার চিটাগংয়ের। গতকালের হারে আবার টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে চিটাগং।

আরও পড়ুন

×