৫৮৫ ম্যাচের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট শুরু

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট শুরু হয়েছে। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ২০:৪৪
দেশের স্বীকৃত সবচেয়ে বড় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এ বছর স্কুল ক্রিকেটে ৬৪ জেলার ৩৫১ স্কুল অংশ নিচ্ছে। ২০ জানুয়ারি স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের ম্যাচ শুরু হয়েছে। এর পর বিভাগীয় ও জাতীয় পর্যায় দিয়ে ৫৮৫ ম্যাচের টুর্নামেন্ট শেষ হবে। এতে প্রাইম ব্যাংক পৃষ্ঠপোষকতা করছে। তত্ত্বাবধানে রয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।
বিসিবির মিডিয়া সেন্টারে ২০ জানুয়ারি সংবাদ সম্মেলনে স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচন করা হয়। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্সের সৈয়দ রায়হান তারিক এতে উপস্থিত ছিলেন। বিসিবির পক্ষে ছিলেন বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা।
অনুষ্ঠানে নাজিম এ চৌধুরী বলেন, স্কুল ক্রিকেট আমাদের আবেগের জায়গা। ১০ বছর ধরে প্রাইম ব্যাংক এই টুর্নামেন্টের সঙ্গে আছে। এই যাত্রায় ১০-১২ জন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। দেশের ক্রিকেটের সামগ্রিক এগিয়ে চলায় তৃণমূল পর্যায়ে যুক্ত থাকতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত এবং গর্বিত।
ফাহিম সিনহা বলেন, এবারের স্কুল ক্রিকেটে ট্যালেন্ট স্কাউটিং বাড়াব। প্রতি ভেন্যুতে জেলা কোচ বা তাদের প্রতিনিধিরা থাকবেন এবং প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করবেন, এটা আমরা নিশ্চিত করব।
- বিষয় :
- বিসিবি