শ্রীলঙ্কায় টেনিসের সেমিফাইনালে বাংলাদেশের কাব্য

এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাব্য।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ২১:৪৩
আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপে বালক এককের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের কাব্য গায়েন।
মঙ্গলবার কলম্বোয় বালক এককের কোয়ার্টার ফাইনালে কাব্য গায়েন ৩-৬, ৬-৩, ৬-২ গেমে শ্রীলঙ্কার পেইরিস পাত্তিয়াজকে হারিয়েছেন।
বালক এককের অপর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মো. আকাশ হোসেন ৩-৬, ৩-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ সায়ানের কাছে এবং বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ১-৬ গেমে শ্রীলঙ্কার আনায়া জোয়ানির কাছে হেরে যান।
- বিষয় :
- টেনিস