ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মিরাজের ব্যাটে খুলনার জয়, জমে উঠল পয়েন্ট টেবিলের লড়াই

মিরাজের ব্যাটে খুলনার জয়, জমে উঠল পয়েন্ট টেবিলের লড়াই

ছবি: খুলনা টাইগার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ২৩:৪৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ২৩:৫২

বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। দলটির অধিনায়ক মেহেদী মিরাজ দারুণ এক ইনিংস খেলেছেন।

শুরুতে ব্যাট করে সিলেট নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ওপেনার জর্জ মানসে ৩২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। চারটি ছক্কার সঙ্গে ছয়টি চারের শট মারেন তিনি। তিনে নামা জাকির হাসান ৪৪ রানের ইনিংস খেলেন। তবে সিলেটের অন্য ব্যাটাররা রান পাননি।

জবাব দিতে নেমে এক বল থাকতে জয় পেয়েছে খুলনা। ওপেনিং করতে নেমে মিরাজ খেলেন ৫০ বলে ৭০ রানের ইনিংস। তিনি আটটি চার ও দুটি ছক্কা তোলেন। নাইম শেখ ও অ্যালেক্স রস ২০ রান করে যোগ করেন। শেষে মাহিদুল অঙ্কন ১৩ বলে ১৭ ও উইলিয়াম  বসিস্টো  ১১ বলে ১৯ রান করে দলকে জেতান। 

এই জয়ে খুলনা ৯ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে চারে উঠেছে। ১০ ম্যাচ খেলে সমান চার জয় পেয়েছে দুর্বার রাজশাহী।  ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচে জিতেছে ৩ ম্যাচ। ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংসের সঙ্গে সেরা চারে যাওয়ার লড়াই এখন এই তিন দলের।

আরও পড়ুন

×