শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট। ছবি: আইএসপিআর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ২২:০১
তিন দিন ব্যাপী ১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ গতকাল কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের ৬৫০ জন গলফার অংশ নেন।
কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টুর্নামেন্টে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম স্থান, মারুফ মহসিন দ্বিতীয়য় স্থান অর্জন করেন। মেয়েদের ইভেন্টে মিসেস মায়ংহি কিম প্রথম হন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্য ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
- বিষয় :
- খেলা