ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

দুর্দান্ত প্রত্যাবর্তনে চেলসিকে হারিয়ে চারে সিটি

দুর্দান্ত প্রত্যাবর্তনে চেলসিকে হারিয়ে চারে সিটি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ০৯:৪০

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে গোল করেছেন ইওস্কো গাভারদিওল, আর্লিং হল্যান্ড এবং ফিল ফোডেন।  

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। তৃতীয় মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। আবদুকোদির খুসানভের ভুলের সুযোগ নিয়ে চেলসির পক্ষে গোল করেন ননি মাদুয়েক। তবে ৪২তম মিনিটে ইওস্কো গাভারদিওলের হেড থেকে সমতায় ফেরে সিটি। কর্নার থেকে আসা বলটি দারুণভাবে জালে পাঠিয়ে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।  

দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬৮ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলরক্ষক এডারসনের লম্বা পাস ধরে চেলসির ডিফেন্সকে ফাঁকি দিয়ে অসাধারণ এক গোল করেন আর্লিং হল্যান্ড।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন ফিল ফোডেন। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।  

এই জয়ের ফলে ২৩ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, হারের ফলে ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে চেলসি।  

লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল, ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল, আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট।

আরও পড়ুন

×