বিপিএলের অনিয়ম খুঁজতে এনএসসির সত্যানুসন্ধান কমিটি

বিপিএল নিয়ে এনএসসির তদন্ত কমিটি।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ২০:১৭
বিপিএলে অংশগ্রহনকারী ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয়ক চলমান ইস্যু নিয়ে সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
তিন সদস্যের ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এনএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বিপিএল টি২০ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে। কিন্তু চলতি আসরে ক্রিকেটারেদর পারিশ্রমিক বকেয়া নিয়ে গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন ধরেই ক্রিকেটারেদর সঙ্গে চুক্তি বিষয়ক ব্যাপারগুলো তদন্ত করবে এই কমিটি।
সেখানে কোন ধরনের বিচ্যুতি থাকলে তা বের করবে এই সত্যানুসন্ধান কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে (ক্রীড়া) আহবায়ক করে সচিব করা হয়েছে চেয়ারম্যানের একান্ত সচিবকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে এনএসসির সহকারি পরিচালকে (ক্রীড়া)।
- বিষয় :
- বিপিএল
- জাতীয় ক্রীড়া পরিষদ