ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের ইমন-শামীমে দুইশ’ ছাড়ানো লক্ষ্য পেল বরিশাল

চট্টগ্রামের ইমন-শামীমে দুইশ’ ছাড়ানো লক্ষ্য পেল বরিশাল

ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ২০:১৩ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:১০

বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিনও তিন দলের মধ্যে সমীকরণের নানা যোগ-বিয়োগ ছিল। জিতলে সুপার ফোর নিশ্চিত ছিল খুলনা টাইগার্সের। হারলে নিতে হতো বিদায়। চট্টগ্রাম কিংসের জন্য ছিল রংপুরকে হটিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করার ম্যাচ। টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা দল ফরচুন বরিশাল ছিল মোহাম্মদ মিঠুনদের প্রতিপক্ষ। 

ওই ম্যাচে পারভেজ হোসেন ইমন, হায়দার আলী ও শামীম পাটোয়ারির ব্যাটে ৪ উইকেটে ২০৬ রান করেছে চট্টগ্রাম। ফিফটি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা চট্টগ্রামে ওপেনার পারভেজ ইমন। 

শনিবার টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ৬.৫ ওভারে ৫৮ রানের জুটি গড়েন। পাকিস্তানি তরুণ ব্যাটার খাজা নাফি ১৯ বলে ২২ রান করে ফিরে যান। এরপর পারভেজ ইমন ও গ্রাহাম ক্লার্ক ৭০ রানের জুটি গড়েন। ক্লার্ক ফিরে যান ২১ বলে ৩৬ রান করে। দুটি ছক্কা ও একটি চার মারেন তিনি। 

ইমন খেলেন ৪১ বলে ৭৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে আটটি ছক্কার শট আসে। তিনি চার মারেন মাত্র একটি। শেষে হায়দার ও শামীম ঝড়ো ব্যাটিং করে দলের রান দুইশ’র ওপরে নিয়ে যান। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার হায়দার ২৩ বলে ৪২ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন। শামীম ১২ বলে ৩০ রান করেন। তিনটি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান। 

আরও পড়ুন

×