ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরখিয়ার বদলি কে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরখিয়ার বদলি কে

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫:৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা এনরিখ নরখিয়া। তবে ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান তিনি। এবার তার বদলি হিসেবে অলরাউন্ডার কোরবিন বসকে দলে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

পিঠের চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নরখিয়া। প্রায় দেড় বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে প্রমাণ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণ হলো না তার। ইনজুরির কারণে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে ছিটকে যান এই গতিমানব।

তার পরিবর্তে ডাক পেয়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার কোরবিন বস। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন কোয়েনা মপাখা।

আগামী ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

×