বাংলাদেশকে হারানোও হবে গৌরবের, জানালেন আকিব

সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাভেদ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:৪৪
চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক পাকিস্তান। কিন্তু গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে আসর থেকে ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের দল। বাংলাদেশ ও পাকিস্তানের গ্রুপের শেষ ম্যাচ তাই নিয়ম রক্ষা হয়ে দাঁড়িয়েছে। তবে পাকিস্তানের ভারপ্রাপ্ত হেড কোচ আকিব জাভেদের মতে, বাংলাদেশ দলকে হারানোও হবে গৌরবের।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আকিব জাভেদ বলেন, ‘এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে সেরা আটটি দল খেলছে। প্রথম দুই ম্যাচে হারায় আমাদের শূন্য থেকে শুরু করতে হবে। প্রতিটি ম্যাচ এখানে গৌরব অর্জনের জন্য খেলা হয়। আমরা শেষ ম্যাচে একটা চিহ্ন রেখে যেতে চাই।’
ঘরের মাঠে তিন দশক পর আইসিসির টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। অথচ নিজেদের দলই নেই নকআউট পর্বে। ভক্তদের জন্য এটা হতাশার মানছেন পাকিস্তান কোচ আকিব। তবে তিনি দাবি করেছেন, খেলোয়াড়রা আরও বেশি হতাশ।
আকিব বলেন, ‘আমি কোন অজুহাত দেব না। শুধু এই টুকু নিশ্চয়তা দিতে চাই, ভক্তদের চেয়ে খেলোয়াড়রা বেশি হতাশ। দলের কেউ এমন পারফরম্যান্সে খুশি নয়। সবাই জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর পাকিস্তানের পুরো দল বদলে ফেরার কথা বলেছেন অনেকে। এছাড়া দল নির্বাচন নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। আকিবের মতে, দল ও একাদশ নির্বাচনে দলের স্বার্থ দেখা হয়েছে। এছাড়া পুরো দল বদলে অনূর্ধ্ব-১৯ দল নামিয়ে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবির নির্বাচক ও হেড কোচ আকিভ বলেন, ‘পূর্বে পারফর্ম করেনি এমন একজনকেও এই দলে নেওয়া হয়নি। আমরা হেরেছি বিধায়, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার এনে পুরো দল বদলে ফেলতি পারি না। নির্বাচকদের দায়িত্ব সেরা দল নির্বাচন করা। ভবিষ্যতেও আমরা দলের ভালোর কথা ভেবেই দল নির্বাচন করবো।’