ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

‘বর্ণবাদকে ফিক্সিং-ডোপিংয়ের মতো অপরাধ ধরা উচিত’

‘বর্ণবাদকে ফিক্সিং-ডোপিংয়ের মতো অপরাধ ধরা উচিত’

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০২:২২

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ক্রিকেটে বর্ণবাদের জন্য শাস্তির দাবি জানিয়েছেন। তার মতে, ম্যাচ পাতানো এবং ডোপ নেওয়াকে যেমন অপরাধ হিসেবে দেখা হয়। বর্ণবাদকেও তেমন অপরাধ হিসেবে দেখা উচিত।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জার্সিতে ‘ব্লাক লাইভস ম্যাটার’ (বিএলএম) সম্বলিত লোগো পরে নামবেন হোল্ডাররা। কারণ হিসেবে হোল্ডার জানান, ক্রিকেট থেকে বর্ণবাদ দূর না হলে সুর নরম করার কোন সুযোগ নেই। তাদের প্রতিবাদ করে যেতে হবে।

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লোয়েড হত্যার পর বর্ণবাদের বিপক্ষে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-ড্যারেন স্যামিরা এর প্রতিবাদ করেছেন। স্যামি আইপিএলে খেলার সময় বর্ণবাদের শিকার হওয়ার কথা বলেছেন। সাবেক শ্রীলংকা অধিনায়ক কুমার সাঙ্গাকারা বর্ণবাদকে না বলেছেন। বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকরা বর্ণবাদের বিপক্ষে দাঁড়িযেছেন। এবার বর্ণবাদের বিপক্ষে সোচ্চার পুরো ওয়েস্ট ইন্ডিজ দল।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি মনে করি না, ডোপ নেওয়া কিংবা ম্যাচ পাতানোর সঙ্গে বর্ণবাদের শাস্তির পার্থক্য থাকা উচিত। খেলাধুলার ইতিহাসে, ক্রিকেটের ইতিহাসে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে এটা যুগান্তকারী সময় হতে যাচ্ছে। ইংল্যান্ডে আমরা উইজডেন ট্রফি জিততে এসেছি। সঙ্গে ন্যায়বিচার ও সমতার জন্যও লড়বো আমরা।’

তিনি বলেন, ‘আমরা জানি, গায়ের রঙ নিয়ে আমাদের কিভাবে দেখা হয়। বর্ণবাদ নিয়ে তাই ক্রিকেটে আরও শিক্ষা কর্মসূচি দরকার। সমতা ও ঐক্য দরকার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ। আমরা পরবর্তী প্রজন্মের অভিভাবক। সুতরাং বিষয়টাকে হালকাভাবে নিতে পারি না আমরা।’

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড আগামী ৮ জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হবে। রোজ বোল সাউদাম্পটনের এই ম্যাচটি হবে করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ম্যাচ। দু’দলের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা করোনা উপেক্ষা করে মাঠে ফিরতে সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা মেনে চলছেন।

আরও পড়ুন

×