ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বাফুফের ক্যাম্পে দুই প্রবাসী ফুটবলার

বাফুফের ক্যাম্পে দুই প্রবাসী ফুটবলার

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫ | ১১:৪৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ | ১১:৪৬

হামজা চৌধুরীকে অনুসরণ করে দেশের ফুটবলে যোগ দিচ্ছেন বেশ কজন প্রবাসী। সে ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে আসা এলমান মতিন ও ইতালির আব্দুল কাদের। দু’জনই আগামী ৯ থেকে ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন। 

এলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন। কাদের খেলেন ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে। গতকাল সকালে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রবাসী ফুটবলার। 

অনুশীলন শেষে দুপুরে বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দেন তারা। আসন্ন সাফ অনূর্ধ্ব-১৯ আসরের জন্য বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জনের তালিকা করেছে। এ তালিকায় রয়েছেন এ দুই ফুটবলার। 

গতকাল তাদের অনুশীলন দেখেছেন বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। জানা গেছে, দু’জনের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে বাফুফের কোচদের। 

আরও পড়ুন

×