ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা 

কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা 

অ্যান্তোনিও রুডিগারের আচরণবিধি ভঙ্গ করা উদযাপন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫ | ২১:১১

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে উদযাপনের সময় প্রতিপক্ষের ভক্তদের অসম্মান করার অভিযোগ আনা হয় কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্তোনি রুডিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে। 

৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে আর্সেনালের বিপক্ষে তাদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের তারকা এই চার ফুটবলার। তবে জরিমানার শর্তে খেলার অনুমতি পেয়েছেন তারা। 

সংবাদ মাধ্যম ইন্ডিপিনডেন্ট জানিয়েছে, উয়েফা রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে। ভিনিসিয়াসকে জরিমানা করা হয়। মোট ৯০ হাজার ইউরো জরিমানা দিতে হবে রিয়ালকে। যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 

এছাড়া এমবাপ্পে ও রুডিগারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। তবে ওই সাজা এক বছরের মধ্যে যেকোন সময় ভোগ করতে হবে বলে উল্লেখ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যার অর্থ চলতি মৌসুমের বড় কোন ম্যাচ মিস করতে হবে না তাদের। সাজা ও জরিমানা করে উয়েফা জানিয়েছে, আচরণবিধির প্রাথমিক ধারা ভঙ্গ করেছেন রিয়ালের ফুটবলাররা। 

আরও পড়ুন

×