ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

পিএসএলে লাহোর কালান্দার্সে খেলবেন সাকিব

পিএসএলে লাহোর কালান্দার্সে খেলবেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫ | ২১:১৭ | আপডেট: ১৪ মে ২০২৫ | ২১:১৯

নিলামে অবিক্রিত থাকলেও মাঝপথে এসে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। আসরের বাকি অংশে লাহোর কালান্দার্স এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে।

বুধবার সাকিবও সমকালকে নিশ্চিত করেছেন তার পিএসএল খেলার ব্যাপারে। পিএসএল খেলতে নিউইয়র্ক থেকে সরাসরি পাকিস্তানে চলে যাবেন তিনি।

ভারত–পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররাও পাকিস্তান ছেড়ে নিজ দেশে চলে যান। ১৭ মে থেকে পিএসএলের বাকি অংশ শুরু হবে। তার আগেই লাহোরে পৌঁছাবেন সাকিব। এর আগেও পাকিস্তান সুপার লীগে খেলেছিলেন এ অলরাউন্ডার।

আরও পড়ুন

×