ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ

বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ১৫:২৫

ইমিগ্রেশন জটিলতায় টানা তিন রাত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। সব জটিলতা কাটিয়ে আজ থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত এই দুই তরুণ ক্রিকেটার।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার প্রথম বহরের সঙ্গে দেশ ছাড়েন রিশাদ ও নাহিদ। তবে দুবাইয়ে পৌঁছানোর পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর ছাড়লেও অন্য সদস্যরা, আটকে দেওয়া হয় রিশাদ ও নাহিদকে।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে জানান, ‘দলের বাকি সদস্যরা ইমিগ্রেশন পেরিয়ে বের হয়ে গেলেও, রিশাদ ও নাহিদকে আটকানো হয় এবং পরে তাদের ওপরের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এমনকি কিছু সময় তাদের সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি। অথচ তাদের ভিসা ঠিকঠাক করেই পাঠানো হয়েছিল।’

পরিস্থিতি সামাল দিতে দ্রুত আমিরাত ক্রিকেট বোর্ড ও দুবাইয়ে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শুক্রবার মধ্যরাতের পর অবশেষে দলের সঙ্গে যোগ দেন রিশাদ ও নাহিদ। তাদের ছাড়াই বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলন করে বাংলাদেশ দল।

ধারণা করা হচ্ছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে আসার সময় তাদের ভ্রমণ-সংক্রান্ত কোনো জটিলতা থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পিএসএল আকস্মিকভাবে স্থগিত হওয়ার পর অনেক বিদেশি খেলোয়াড়ের মতো রিশাদ ও নাহিদও বিশেষ ব্যবস্থায় আমিরাতে যান। সেই ব্যবস্থার কোনো ভুলেই হয়তো এবার বিমানবন্দরে বাধা পেতে হয়েছে তাদের।

আজ (শনিবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে সোমবার, একই মাঠে এবং একই সময়ে।

আরও পড়ুন

×