নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হার, সোহানদের ৩ ওভারের দুঃখ

নিউজিল্যান্ড ‘এ’ দলে জয়। ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫ | ১৮:২৪
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে জাতীয় দলের ছায়াদল নিয়েও সিরিজের প্রথম চার দিনের ম্যাচে ৭০ রানের বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানরা। রানের চেয়েও বড় কথা দিনের শেষ ৩ ওভার টিকতে না পেরে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ ৩ ওভারে ৩ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। মাহিদুল ইসলাম অঙ্কন অন্য প্রান্তে নিঃসঙ্গ হার নিয়ে মাঠ ছাড়েন। তাকে দারুণ সঙ্গ দিয়ে হাসান মুরাদ ম্যাচ সমতার দিকে নিচ্ছিলেন। ৪১ বল খেলে ৭ রান করেন বাঁ-হাতি স্পিনার মুরাদ। বৃষ্টি ম্যাচ ড্র’র সুযোগ এনে দিলে তিনি ক্রিজে টিকে থাকার দায়িত্ব নেন।
কিন্তু মুরাদ ফিরতেই হেরে গেছে বাংলাদেশ। মুরাদ আউট হলে ম্যাচ বাঁচাতে ইনজুরি নিয়ে নেমে পড়েন এনামুল হক বিজয়। দ্বিতীয় ইনিংসে ইনজুরির কারণে টপ অর্ডারে ব্যাটিং করতে পারেননি তিনি। কিন্তু এনামুল ২ বল খেলেই আউট হয়ে যান। পরের বলেই এবাদত সাজঘরে ফেরেন। এরপর খালেদ আউট হলে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে সিলেটে টস জিতে বোলিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। দলটির হয়ে মিশেল হে ৮১ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ৬ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ২৬৮ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক নুরুল হাসান ৮৮ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সেঞ্চুরির পরও ১২ রানের বেশি লিড নিতে পারেনি বাংলাদেশ ‘এ’।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৭ রান তোলে। তিনে ব্যাট করা নিক কেলি ২০৭ বল খেলে ১২২ রানের দারুণ ইনিংস খেলেন। ওপেনার জো কার্টার ৫৭ রানের ইনিংস খেলেন। হাসান মুরাদ ৫টি ও নাঈম হাসান নেন ৪ উইকেট। ২৪৬ রানের লক্ষ্যে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। দলের একশ’র আগে ৫০ রান করে ফিরে যান জাকির হাসান।
এরপর মাহিদুল ইসলাম হাল ধরে ১৬৭ বলে ৫৭ রানের দৃঢ় ইনিংস খেলেন। তাকে কেউ সঙ্গ দিতে না পারায় হেরেছে বাংলাদেশ ‘এ’। নিউজিল্যান্ডের দলটির ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আদিত্য অশোক ৫ উইকেট নিয়ে নুরুলদের ধসিয়ে দিয়েছেন। প্রথম ইনিংসে ক্রিস্টিয়ান ক্লার্ক ও জোশ ক্লার্কসন যথাক্রমে ৩টি ও ৪টি উইকেট নেন।
- বিষয় :
- বিসিবি
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ