ইমনের সেঞ্চুরিতে বড় রান বাংলাদেশের

ওপেনার পারভেজ ইমনের সেঞ্চুরির পথে খেলা শট। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫ | ২১:৩৮ | আপডেট: ১৭ মে ২০২৫ | ২৩:০০
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন সেঞ্চুরি করেছেন।
শারজাহ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে ওপেনার তানজিদ তামিম ও তিনে নামা অধিনায়ক লিটন দাসকে হারায়। তানজিদ ৯ বলে এক চার ও একটি ছক্কার শটে ১০ রান করে ফিরে যান। লিটন এক ছক্কায় ৮ বলে ১১ রান করেন।দলের রান তখন ৫.১ ওভারে ৪৯।
সেখান থেকে পারভেজ ইমন ও তাওহীদ হৃদয় ৫৮ রানের জুটি গড়েন। হৃদয় ফিরে যান ১৫ বলে ২০ রান করে। তবে শুরু থেকে হাত খুলে খেলা ইমন দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। তিনি ৫৩ বলে ১০০ রান পূর্ণ করেন। মুখোমুখি হওয়া পরের বলে আউট হয়ে ফেরেন।
২০১৬ সালে তামিম ইকবালের পর বাংলাদেশ দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ইমন। তামিম ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রান করেছিলেন। ইমনের ব্যাট থেকে নয়টি ছক্কা ও পাঁচটি চারের শট এসেছে।
এছাড়া জাকের আলী ১৩ রান করেন। আরব আমিরাতের হয়ে মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। বাংলাদেশ সিরিজের প্রথম এই টি-২০ ম্যাচে সৌম্য সরকার, নাজমুল শান্ত ও রিশাদ হোসেনকে একাদশে রাখেনি।
- বিষয় :
- বিসিবি
- পারভেজ ইমন