ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫

আনচেলত্তির ব্রাজিল দলের ১২ ফুটবলারের নাম ফাঁস

আনচেলত্তির ব্রাজিল দলের ১২ ফুটবলারের নাম ফাঁস

অনুশীলনে ব্রাজিলের ফুটবলার নেইমার ও অস্কার।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ২০:০০ | আপডেট: ১৯ মে ২০২৫ | ২০:০২

ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ২৬ মে তাকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে। ওই দিনই বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ২৩ সদস্যের দল ঘোষণা করবেন ডন কার্লো। ম্যাচ দুটি যথাক্রমে ৬ ও ১১ জুন মাঠে গড়াবে। 

আনুষ্ঠানিক দল ঘোষণার আগে সিবিএফ ফিফার কাছে ২৮ জনের প্রাথমিক দল জমা দিয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, প্রাথমিক দল জমা দেওয়ার আগে অনলাইনে ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তির সঙ্গে বৈঠক করেন সিবিএফের সমন্বয়ক রদ্রিগো কায়তানো। 

ওই বৈঠকে ৫০ জনের মতো ফুটবলারের একটি তালিকা পেশ করেন কায়তানো। গত মার্চের সূচির আগে ৫২ জনের প্রাথমিক দল দেওয়া হয়েছিল। এবারের দলে আছেন ব্রাজিলের হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা মিডফিল্ডার অস্কার, ২০১৮ বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ফিলিপে কুতিনহোর নাম। এছাড়া ফায়েনর্ডে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর পায়েক্সো, করিস্থিয়ানে খেলা ২৬ বছর বয়সী গোলরক্ষক হুগো সৌজা, ফ্লামেঙ্গোর ডিফেন্ডার দানিলো ও অ্যালেক্স সান্দ্রো আছেন প্রাথমিক দলে। 

কার্লো আনচেলত্তির কাছে পেশ করা দলের ১০ থেকে ১২ জন ফুটবলারের নাম ফাঁস করেছে ব্রাজিলের সংবাদ মাধ্যম। এর মধ্যে গ্লোবো নেইমার জুনিয়র, অস্কার, ফ্যারবিকো ব্রুনো, হুগো সৌজা ও ফ্লামেঙ্গোর ছয় ফুটবলার দানিলো, ওয়েলসি, লিও অর্টিজ, অ্যালেক্স সান্দ্রো, জেরসন ও পেদ্রোর নাম প্রকাশ করেছে। 

কার্লো আনচেলত্তি নাকি আলাদা করে লিলিতে খেলা ব্রাজিলের দীর্ঘদেহি ডিফেন্ডার অ্যালেক্সহান্দ্রো রিবেইরোর বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন। এছাড়া ফায়েনর্ডে খেলা ও ডাচ লিগে সর্বাধিক ১৮ গোল করা ও ১৪ গোলে সহায়তা দেওয়া ফরোয়ার্ড ইগার পায়েক্সার কথাও বলেছিলেন ডন কার্লো। তাদের নাম ৫০ জনের প্রাথমিক দলের পাশাপাশি ২৮ জনের প্রাথমিক দলেও থাকতে পারে।

আরও পড়ুন

×