যেভাবে প্লে অফের ওঠার সুযোগ মুস্তাফিজদের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫ | ১১:২৮
তড়িঘড়ি করে দুবাই থেকে দিল্লি এসেছিলেন তিনি। ৬ ঘণ্টা বিশ্রামেরও সুযোগ মেলেনি, ফের মাঠে নামতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। দিল্লির হয়ে গুজরাটের বিপক্ষে রোববার রাতের সেই ম্যাচটি ১০ উইকেটে হেরে যান মুস্তাফিজরা। তিন ওভার বোলিং করে ২৪ রান দেন তিনি।
তবে আইপিএলের প্লে অফে ওঠার সুযোগ একেবারে হাতছাড়া হয়ে যায়নি তাদের। গ্রুপ পর্বে হাতে থাকা দুটি ম্যাচ জিতলে দিল্লির সর্বোচ্চ পয়েন্ট হবে ১৭। সেখানে মুম্বাইয়ের হাতে থাকা দুটি ম্যাচের একটিতে যদি দিল্লির কাছে হেরে যায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। সমীকরণ এটাই যে পরের ম্যাচে বুধবার মুম্বাইকে হারাতে পারলে প্লে অফে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে দিল্লির।
এরই মধ্যে তিনটি দল গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস প্লে অফ নিশ্চিত করেছে। বাকি একটি জায়গার জন্য সমীকরণের দৌড়ে রয়েছে মুম্বাই ও দিল্লি। এমনিতে বিসিবি থেকে তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানে দিল্লি প্লে অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে মুস্তাফিজের।
তবে এই মুহূর্তে প্লে অফে যেতে হলে বাকি দুই ম্যাচ জিতলেই শুধু হবে না দিল্লির তাকিয়ে থাকতে হবে লক্ষ্ণৌর পরের তিনটি ম্যাচের দিকে। যেখানে লক্ষ্ণৌ সব ম্যাচ জিতে গেলে ১৬ পয়েন্ট পাবে। তাই একটি ম্যাচ হারলেই তাদের সম্ভাবনা শেষ।
- বিষয় :
- আইপিএল
- মুস্তাফিজুর রহমান