ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

বৈরী আবহাওয়ায় সাফের ফুটবলারদের ফ্লাইট নামতে পারেনি ঢাকায়

বৈরী আবহাওয়ায় সাফের ফুটবলারদের ফ্লাইট নামতে পারেনি ঢাকায়

সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালের দৃশ্য। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫ | ২০:২০ | আপডেট: ২০ মে ২০২৫ | ২০:২২

বৈরী আবহাওয়ার কারণে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের ফুটবলাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। 

ফুটবলারদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়। তবে বাফুফে জানিয়েছে, কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমানটি পরবর্তীতে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

গত রোববার অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট খেলা ১-১ গোলে সমতা ছিল। 

টাইব্রেকারে প্রথম তিন শটে গোল করে বাংলাদেশ। চতুর্থ শট মিস করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। সালাহ উদ্দিন শাহেদের নেওয়া পঞ্চম শটটি ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক সুরাজ সিংহ। পেনাল্টি শুট আউটে এগিয়ে থেকেও শেষ দুই শটে তালগোল পাকিয়ে হারে বাংলাদেশের যুবারা। 

ম্যাচেও হাস্যকর ভুল করে বাংলাদেশ। গোলরক্ষক ইসমাইল হোসেনের হাস্যকর ভুলে শুরুতে পিছিয়ে পড়ে গোলাম রব্বানী ছোটনের দল। ৬১ মিনিটে কর্নার থেকে আসা বল জটলার মধ্যে পড়ে ভারতের জালে চলে যায়। 

আরও পড়ুন

×