আর্জেন্টাইন মিডফিল্ডার পাজকে ফিরিয়ে আনছে রিয়াল

আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫ | ২১:৫৩
রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে নিকো পাজ। আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার গত মৌসুমে লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৮ ম্যাচ খেলে একটি গোলও করেন। তবে চলতি মৌসুমের শুরুতে তাকে ধারে ইতালির ক্লাব কোমোয় পাঠিয়ে দেওয়া হয়।
সেখানে দারুণ মৌসুমে কাটিয়েছেন পাজ। সেস ফ্যাবরেগাসের অধীনে মৌসুমে ৩৩ ম্যাচ খেলে ৬ গোল করেছেন তিনি। প্রতিভাবান এই ২০ বছর বয়সী মিডফিল্ডারকে তাই রিয়াল মাদ্রিদ পুনরায় ঘরে ফিরিয়ে আনার চিন্তা করছে।
স্পেনের সংবাদ মাধ্যমের বরাতে ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, নিকো পাজকে ফিরিয়ে আনার বিষয়টি রিয়াল মাদ্রিদ বোর্ডের বিবেচনায় আছে। কোমোয় তিনি ধারে থাকলেও তাকে ফিরিয়ে আনতে ৮ মিলিয়ন ইউরো শোধ করতে হবে ব্লাঙ্কোসদের। ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ডের ওই শর্তে কোন আপত্তি নেই।
নিকো পাজের জন্ম স্পেনে। মাত্র ১১ বছর বয়সে রিয়াল মাদ্রিদের তরুণ দল লা ফ্যাবরিকায় যোগ দেন তিনি। ২০২২ মৌসুমে রিয়াল ক্যাস্তেলায় জাগয়া পান পাজ। সেখানে ৪৯ ম্যাচ খেলে ১১ গোল করার পর রিয়াল মাদ্রিদের মূল দলে জায়গা মেলে তার।
পাজ এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি তাকে ম্যাক অ্যালিস্টারের বিকল্প মিডফিল্ডার মনে করেন। আর্জেন্টিনার ঘোষিত জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের প্রাথমিক দলেও জায়গা পেয়েছেন এই তরুণ মিডফিল্ডার।
- বিষয় :
- ফুটবল দলবদল