ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

হৃদয়-শরিফুলদের ফিল্ডিং দেখে শঙ্কিত সাবেকরা

হৃদয়-শরিফুলদের ফিল্ডিং দেখে শঙ্কিত সাবেকরা

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১১:০৬

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের বিগত এক-দেড় বছরের পারফরম্যান্স সমর্থকদের মধ্যে হয়তো ভয়ের সঞ্চার করেছে; যে কারণে আরব আমিরাতের কাছে টি২০ সিরিজ হারের শঙ্কা অনেকের মনে। শারজাহতে আমিরাতের বিপক্ষে গত দুই ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করা হলে এ শঙ্কা উড়িয়ে দেওয়ার মতো না। কারণ বিগত দুই ম্যাচে প্রভাব বিস্তার করে খেলতে পারেনি বাংলাদেশ। উল্টো স্বাগতিকরা নিজেদের উজাড় করে খেলেছে। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে তেমনি ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করবে তারা। আর বাংলাদেশ তো সব সময় জেতার জন্যই খেলে। এর পরও সমর্থক মনে শঙ্কার উৎপত্তি প্রিয় দলের বাজে খেলার কারণে। 

আমিরাতের মতো একটি অপেশাদার দলের বিপক্ষে ছন্নছাড়া বোলিং-ফিল্ডিংকে পরাজয়ের কারণ বলে মনে করেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও মিনহাজুল আবেদীন নান্নু। গেল ম্যাচের একাদশে চারটি পরিবর্তন হলেও ব্যাটিং মন্দ হয়নি। তানজিদ হাসান তামিম (৫৯) ও লিটন কুমার দাসের (৪০) ভালো করা এবং মিডলঅর্ডারে তাওহীদ হৃদয়ের ৪৫ রান বড় স্কোরে নিয়ে গেছে বাংলাদেশকে। ২০ ওভারে ২০৫ রান করা দলের ম্যাচ হেরে যাওয়া হতাশাজনক। 

রকিবুল হাসানের মতে, 'আমরা কাল (সোমবার) ম্যাচটা হেরেছি তিনটি কারণে- দুর্বল বোলিং, দুর্বল ফিল্ডিং ও দুর্বল চিন্তা। ক্রিকেটে চিন্তা ও উপস্থিত বুদ্ধি দিয়ে খেলা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে খুবই বোকার মতো খেলেছে তারা। থ্রো করার দরকার নেই, তবু থ্রো করে অতিরিক্ত ৪ রান দিয়েছে। আউট হয় অথচ আউট করতে পারেনি। যেখানে সাবধানে বল করার কথা, সেখানে নো বল করেছে।

এগুলো চিন্তার বিষয়। একটা টাইট ম্যাচে এত ভুল হলে জেতা যায় না। এর পরও শেষ ওভার পর্যন্ত গিয়েছিল ম্যাচটি। সে সুযোগও আমরা হাতছাড়া করেছি।' তিনি বলেন, ‘শরিফুলের থ্রোটা সাংঘাতিক রকমের ভুল। ব্যাকআপ না থাকার পরও ওভাবে থ্রো করেছে। শেষ ওভারে ৭ রানের খেলা সেখানে নো এবং ওয়াইড বল করেছে। এককথায় বুদ্ধি দিয়ে খেলা হয়নি।”

পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে আমিরাতের বিপক্ষে সিরিজটি ঠিক করা হয়েছিল। সেই সিরিজও চাপহীন খেলতে পারলেন না লিটনরা। কোনো ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেননি। পেস বোলিংয়ের সেনসেশন নাহিদ রানার টি২০ অভিষেক হলো পরাজয়ে। ৪ ওভারে ৫০ রান দিয়ে হতাশ করেছেন এই বোলার। প্রত্যাশিত বোলিং করতে পারেননি তিন সংস্করণের ক্রিকেটার হয়ে ওঠা তানজিম হাসান সাকিবও।

তবে বেশি চোখে লেগেছে শরিফের ওভার থ্রো, রানার রানআউট করতে না পারা আর হৃদয়ের খামখেয়ালি ফিল্ডিং। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর চোখে পরাজয়ের কারণ ভুল ফিল্ডিং, ‘২০৫ রান টি২০ ম্যাচে অনেক স্কোর। বোলিং ভালো হলে নিরাপদে জেতার মতো রান। এই রান ইউএই দল তাড়া করে ফেলবে, তা কোনোভাবে চিন্তায় আসে না। আমরা সেভাবে বোলিং-ফিল্ডিং করতে পারিনি। খুবই দুঃখজনক একটি সহযোগী দেশের সঙ্গে খেলে হেরে গেছি। ওরা ছয় দিন চাকরি করে এক দিন ক্রিকেট খেলে। তাদের কাছে ম্যাচ হার ভালো বার্তা দেয় না। এ রকম হারলে প্রশ্ন ওঠে ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে। এ কারণে এসব দলের বিপক্ষে সিরিয়াস ক্রিকেট খেলতে হয়।' 

কোনো সন্দেহ নেই লিটনরা আজ 'সিরিয়াস' ক্রিকেট খেলে সিরিজ জিতে পাকিস্তান সফরের প্রস্তুতি নেবে।

আরও পড়ুন

×