ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

আজও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ শান্ত

আজও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ শান্ত

টস হেরেছেন লিটন। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ২০:৩৯ | আপডেট: ২১ মে ২০২৫ | ২২:০৯

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার এড়ানোর ম্যাচে টস হেরেছেন লিটন দাস। আজও শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ। আগের দুই ম্যাচেও টস হেরে ব্যাটিং পেয়েছিলেন লিটনরা। 

বাংলাদেশ সিরিজের তৃতীয় ও শেষ এই ম্যাচের একাদশে ওপেনার পারভেজ ইমনকে ফিরিয়েছে। বাদ দেওয়া হয়েছে নাজমুল শান্তকে। এছাড়া শেখ মাহেদী ও হাসান মাহমুদকে নেওয়া হয়েছে একাদশে। 

গত ম্যাচে টি-২০ অভিষেক হওয়া পেসার নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি। এছাড়া বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে বাদ দিয়ে ফেরানো হয়েছে শেখ মাহেদীকে। 

বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও ২ উইকেটে হেরেছে আরব আমিরাতের কাছে।

বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।  
 


 

আরও পড়ুন

×