ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

‘সময় হয়ে গেছে’, রিয়াল ছাড়ার ঘোষণায় মডরিচ 

‘সময় হয়ে গেছে’, রিয়াল ছাড়ার ঘোষণায় মডরিচ 

রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৫ | ২০:৪০ | আপডেট: ২২ মে ২০২৫ | ২২:০৪

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন লুকা মডরিচ। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। রিয়াল মাদ্রিদ তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায়ী সংবর্ধনা দেবে। লুকা মডরিচ এক বক্তব্যে জানিয়েছেন, তার বিদায় বলার সময় হয়ে গেছে। 

লুকা মডরিচকে নিয়ে দুই রকমের গুঞ্জন ছিল। রিয়াল মাদ্রিদে তার আরও এক মৌসুম চুক্তি নবায়নের সম্ভাবনা ছিল। সেটা আর হচ্ছে না। জুনের ক্লাব বিশ্বকাপ খেলেই রিয়াল ছাড়বেন তিনি।  

লুকা মডরিচ লিখেছেন, ‘সময় হয়ে গেছে। এই মুহূর্ত কখনো না আসুক এটাই সবসময় চেয়েছিলাম। এটাই ফুটবল এবং জীবনে সবকিছুর শুরুর মতো শেষও আছে। আগামী শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার ক্যারিয়ারেরে শেষ ম্যাচ খেলবো।’ 

২০১২ সালে আমি বিশ্বের সেরা এই ক্লাবের জার্সি পরার স্বপ্ন নিয়ে এসেছিলাম, বড় কিছু অর্জনের উচ্চাকাঙ্খা ছিল, আমার সামনে কী অপেক্ষা করছে তা চিন্তা করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলে শুধু ফুটবলার হিসেবে নয় ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে গেছে। 

আমি ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবের সবচেয়ে সফল যুগের অংশ হতে পেরে গর্বিত। আমি এই ক্লাবকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচদের, যারা এই সময়ে আমাকে নানাভাবে সহায়তা করেছেন। 

এতোগুলো বছর জুড়ে আমি অসাধারণ সব অর্জন করেছি, অসম্ভব সব কামব্যাকের অংশ হয়েছি, ফাইনাল, উদযাপন ও বার্নাব্যুর জাদুকরী রাতের সাক্ষী হয়েছি। আমরা সবকিছু জিতেছি এবং আমি খুশি, খুবই খুশি। তবে এতোসব জয়, শিরোপার বাইরে আমি হৃদয়ে মাদ্রিদ ভক্তদের ভালোবাসা ধারণ করে রাখছি। 

আমি বোঝাতে পারব না তোমরা আমার কাছে কত বিশেষ কিছু ছিলে এবং তোমরা আমার কতটা জুড়ে ছিলে। প্রতি ম্যাচ শেষে তোমরা যে সংবর্ধনা, যে ভালোবাসা আমাকে দিয়েছ, আমি ভুলব না। আমি পরিপূর্ণ হৃদয়ে, গৌরবে পূর্ণ হয়ে, সম্মান ও অবিস্মরণীয় স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি। ক্লাব বিশ্বকাপের পর আমি এই ক্লাবের জার্সি পরে খেলব না ঠিক, তবে আজীবন মাদ্রিদিস্তা থাকব।’  

  

আরও পড়ুন

×