রাকিবুলের ঘূর্ণিতে শেষে বিকেলে স্বস্তি

৭ উইকেট পাওয়া স্পিনার রাকিবুলের বল উচিয়ে উদযাপন। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৫ | ২১:৩৮
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসে ৩০৮ রান তুলেছিল। জবাবে ৩ উইকেটে ১৪৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভালো অবস্থানেই ছিল প্রোটিয়ারা। তৃতীয় দিন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২৪৩ রানে অলআউট হয় তারা।
শেষ বিকেলে ৬৫ রানের লিডের স্বস্তি পায় বাংলাদেশ। যদিও তৃতীয় দিন শেষে ৫ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তবে ৭০ রানের লিডে ম্যাচ বাংলাদেশ ইমার্জিং দলের নিয়ন্ত্রণেই আছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের তরুণ ব্যাটার আশিকুর রহমান শিবলি ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। প্রথম ইনিংসে অধিনায়ক শাহাদাত হোসেন ৪৪ রানের ইনিংস খেলেন।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের হয়ে ওপেনার মোহাম্মদ মানাক ৩৫ ও এনতান্দো জুমা ২৯ রানের ইনিংস খেলেন। তিনে নামা অধিনায়ক জর্জ ফন হেরডেন ৬৩ রান করেন। এছাড়া মিডলের রিচার্ড সেলেটসোয়ানে ও লোয়ারের আন্দালি মোকগাকানে ৪৩ করে রান যোগ করেন।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ধসিয়ে দেওয়া রাকিবুল ৩১.৪ ওভার হাত ঘুরান। ৬৪ রান দিয়ে তিনি ওই ৭ উইকেট নেন। এছাড়া পেসার রিপন মন্ডল নেন ২ উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসে তিয়ান ফন ভুরেন ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসেও তিনি উইকেট পেয়েছেন।
- বিষয় :
- বিসিবি