ড্র ম্যাচে বড় ইনিংসের আক্ষেপ

বাংলাদেশ ‘এ’ দল। ছবি: বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫ | ১৮:৩৫
সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হারের পর ঢাকায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে সেট হয়ে ব্যাটাররা রান বড় করতে না পারার আক্ষেপ থেকে গেছে। প্রথম ইনিংসে সেঞ্চুরির আশা দিয়ে পারেননি নাঈম শেখ। এনামুল হক বিজয় ও নুরুল হাসান ফিফটি মিস করেছেন। আবার সাইফ হাসান ফিফটি করেই আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসেও এনামুল ও সাইফ উইকেট বিলিয়ে দেন।
মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনিং জুটিতে নাঈম শেখ ও এনামুল হক ১৩০ রান যোগ করেন। এনামুল ফিরে যান ৯৭ বলে ৪৮ রান করে। পরেই নাঈম ৯৪ বলে ৮২ রানের ইনিংস খেলে আউট হন। তিনি ১০টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন।
চারে ব্যাট করে জাকির হাসান ১৯ রান যোগ করেন। তিনে ব্যাট করা সাইফ হাসানের ব্যাট থেকে ৫১ রান আসে। অমিত হাসানও ফিফটি করলেও ইনিংস খুব বড় হয়নি। তিনি ১১০ বলে ৬৭ রান করে আউট হন। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ২৪ রান ও অধিনায়ক নুরুল হাসান ৪৮ রান করে ফিরলে সাড়ে তিনশ’র পর থামে বাংলাদেশ ‘এ’ দল।
জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল প্রথম ইনিংসে ৩৭৯ রান করে ২২ রানের লিড তুলে নেয়। দলটির ওপেনার কার্টুস হেপি ৭১ রান করেন। তিনে নামা অধিনায়ক জো কার্টার ৬২ রানের ইনিংস খেলেন। চারে খেলা নিক কেলির ইনিংসে লিড পেয়েছে কিউইরা। তিনি ১৬৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে ছয়টি ছক্কা মারেন এই ব্যাটার। লোয়ার মিডলে নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাথু বোইলি ৫৮ রান করেন। তাদের ইনিংস থামান পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাঈম হাসান। তারা যথাক্রমে ৩ ও ৪ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তুললে ম্যাচ ড্র হয়। ওই ইনিংসে এনামুল ২৪ ও সাইফ হাসান ১৬ রান করে ফিরে যান। ওপেনিংয়ে নেমে জাকির ২৪ ও চারে নেমে অমিত হাসান ২১ রানে অপরাজিত থাকেন।
- বিষয় :
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ