‘তুমি অধিনায়ক’, কালই মিরাজকে ডেকে বলেছে বোর্ড

মেহেদী হাসান মিরাজ। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৫ | ১৩:২৮
টেস্ট দলের অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুই টেস্টের সিরিজ নিয়ে আশার ভেলা ভাসিয়েছেন। দেশ ছাড়ার আগে হয়তো শান্ত জানতেন, তিনি ওয়ানডের অধিনায়কও। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ানডে দল নিয়ে হয়তো আলোচনা করে গেছেন।
আবার বোর্ডের পক্ষ থেকে বলেও দেওয়া হতে পারে- ‘তুমি আর ওয়ানডের নেতৃত্বে থাকছো না।’ শান্ত বিষয়টি জানেন কিনা তা জানা না গেলেও ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ জানিয়েছেন, কালই তাকে ডেকে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে- ‘তুমি অধিনায়ক।’
শ্রীলঙ্কায় টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার আগে শুক্রবার ওয়ানডের নেতৃত্বভার পাওয়া মিরাজ সংবাদ সম্মেলনে আসেন। সেখানে নেতৃত্ব পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘ওর (শান্ত) সঙ্গে ওয়ানডে দল নিয়ে আলোচনা করেছে কিনা জানি না। (নেতৃত্বের বিষয়ে) কালকেই আমাকে ফাহিম স্যার বলেছেন- তোমাকে নিয়ে আমরা (অধিনায়ক হিসেবে) চিন্তা করছি। ওয়ানডের দলটা সেট করতে হবে। তোমাকে নিয়ে ওভাবেই প্লান করেছি।’
শান্তর নেতৃত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। টেস্টে তা বাড়ানো হলেও ওয়ানডেতে বাড়ানো হয়নি। মিরাজের মতে, শান্ত ভালো পারফর্ম করেছে। তবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতান্তই বোর্ডের, ‘ও (শান্ত) নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অধিনায়ক ছিল। মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর হয়তো ওকে দুই-একটা সিরিজ চালাতে বলা হয়েছিল। আমি মনে করি, ব্যাটার হিসেবে শান্তর পারফরম্যান্স ভালো ছিল। শেষ পর্যন্ত এটা বোর্ডর সিদ্ধান্ত।’
মেহেদী মিরাজ জাতীয় দলে এসে মাশরাফি মর্তুজার অধীনে খেলেছেন। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা আছে তার। আবার বন্ধু ও সতীর্থ শান্তর অধীনেও খেলেছেন। এসব অভিজ্ঞতা অধিনায়ক হিসেবে কাজে লাগাতে চান তিনি, ‘আমি অনেক অধিনায়কের অধীনে খেলেছি। ভালো লাগার বিষয় হচ্ছে, তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। যেটা আমার অধিনায়কত্বে কাজে লাগাতে পারবো।’