অনুশীলনের নতুন সূচিতে ২৭ ক্রিকেটার

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ১২:০০ | আপডেট: ০৮ আগস্ট ২০২০ | ০২:২৪
একক অনুশীলনে ক্রিকেটারদের লাইন দীর্ঘ থেকে আর দীর্ঘ হলো। এই অনুশীলন শুরু হয়েছিল আটজন ক্রিকেটারকে নিয়ে ১৯ জুলাই। ঈদের আগের শেষ অনুশীলন পর্যন্ত সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল ১৩ জনে। বিসিবি গতকাল যে সূচি প্রকাশ করল তাতে নাম আছে ২৭ জনের। যে তালিকায় মাহমুদুল্লাহ, মুমিনুল, আল আমিন হোসেনরাও যুক্ত হয়েছেন।
মুশফিকদের চলা পথ বেশিরভাগ ক্রিকেটারের কাছে নিরাপদ মনে হলেও এখনও কেউ কেউ হয়তো সাহস সঞ্চয় করে উঠতে পারেননি। আবার স্বাস্থ্যগত কারণেও আরও কিছুটা সময় নিচ্ছেন অনুশীলনে নামতে। সতীর্থদের পথ ধরে লিটন দাস, রুবেল হোসেন, তামিম ইকবালরা হয়তো মাঠে নামার অপেক্ষায়।
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন সবচেয়ে বেশি ১৫ জন ক্রিকেটার। বাকি চার ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১২ জন।
ঈদের পর বিসিবি কার্যালয় খোলার পর মাঠে দেখা গেছে মাহমুদুল্লাহকে। মুমিনুল হক, তাইজুল ইসলামরা আজ মাঠে নামলেও সৌম্য, আল-আমিন শুরু করবেন কাল থেকে। রাজশাহীর সাব্বির যোগ দিচ্ছেন ঢাকায়। বিসিবির তালিকাভুক্ত নয় এমন মাঠেও অনুশীলন করছেন ক্রিকেটাররা। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেনী কলেজ মাঠে নিজের বানানো উইকেটে প্র্যাকটিস করছেন বেশ আগে থেকে।
জাতীয় দলের পুলের বাইরের ক্রিকেটাররা যে যার মতো ক্রিকেটের চর্চা ধরে রেখেছেন নিজেদের মতো করে। যেভাবেই হোক ক্রিকেটারদের মাঠে ফেরা সাহস জোগাবে কর্মকর্তাদেরও। স্বাস্থ্যবিধি মেনে অদূর ভবিষ্যতে হয়তো ক্রিকেট টুর্নামেন্টও শুরু করতে পারবে বিসিবি। তারও আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ শ্রীলঙ্কা সফর দিয়ে। অক্টোবরে সফর শুরুর আগে লম্বা সময় স্কিল ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে ক্রিকেটারদের। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর তেমনই পরিকল্পনা।
এ মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে কাজে ফিরতে পারেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফ। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'দক্ষিণ আফ্রিকা থেকে এখনও বিমান চলাচল স্বাভাবিক হয়নি। সবকিছু চালু হলে কোচরা চলে আসবেন। ঢাকায় আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। সেভাবেই আসতে বলা হবে তাদের।'