ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বার্সার দুর্গে 'নয়া অতিথি'

বার্সার দুর্গে 'নয়া অতিথি'

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ১২:০০ | আপডেট: ০৮ আগস্ট ২০২০ | ০৫:২৮

বার্সার অতিথি হয়ে ন্যাপোলি সর্বশেষ এসেছিল ২০১১-১২ মৌসুমে। যদিও সেটা ছিল না কোনো অফিসিয়াল ম্যাচ। তাই এবারই 'প্রথম' বার্সার বাড়ির উঠোনে অতিথি হয়ে পা দেবে ন্যাপোলি। ন্যু ক্যাম্পে ম্যাচটি দু'দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। শেষ ষোলোর প্রথম লেগে সমান সমান রেজাল্ট হওয়ায় এখানটায় ভালো কিছুর আশায় কাতালানরা। ন্যাপোলিও চমক দেখাতে চায়। তবে কাগজে-কলমে এগিয়ে থাকবে বার্সাই।

কেননা ন্যু ক্যাম্প মানেই তো বার্সার দুর্গ। সেটা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে তো কথাই নেই। ২০১৩ সালে ইউরোপসেরার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর আর কোনো দলই বার্সাকে টপকাতে পারেনি। এরপর ২৬টি দল বার্সার মাঠে অতিথি হয়ে আসে কেউই জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি। তা ছাড়া এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ঘরের মাঠে বার্সা ৩৫ ম্যাচ অজেয়।

সময়টা ভালো যাচ্ছে না বার্সার। 'প্রিয়' স্প্যানিশ লিগের শিরোপা হাতছাড়া করে বেশ হতাশ কিকে সেতিয়েনের দল। অথচ মৌসুমের শুরুতে এই বার্সা ছিল দারুণ গোছালো। শেষ দিকের ভুলে ট্রফি হারিয়ে খোদ দলনেতা লিওনেল মেসিও মন খারাপ করেন।

একপর্যায়ে তো বলেও দেন, এমন ফুটবল খেললে ট্রফি পাওয়া যাবে না। তবে এটাও সত্য, লিগ শিরোপা হারানোর আক্ষেপে চ্যাম্পিয়ন্স লিগে কোমর বেঁধেই নেমেছে বার্সা। যে করেই হাক এবার ট্রফিটা জেতা চাই। তবে পরিসংখ্যান বার্সার পক্ষে কথা বললেও ন্যাপোলিও কম যাবে না। সিরি-এ লিগে ভালো করতে না পারলেও কোপা ইতালিয়ায় দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছে তারা। যেটা বার্সার জন্য বাড়তি চাপ হয়ে থাকবে।

তবে আরেকটা দিক থেকে স্বস্তিতে থাকবে বার্সা। চোট কাটিয়ে ফিরেছেন ডেম্বেলে, লেংলেট ও অ্যান্তোনিও গ্রিজম্যান। প্রথম লেগে বার্সাকে হার থেকে বাঁচানো গ্রিজম্যানকে বেশ ফুরেফুরেই দেখা যায় অনুশীলন ক্যাম্পে। আর ন্যাপোলির বিপক্ষে প্রথম লেগে লুইস সুয়ারেজকে না পেলেও এবার ঠিকই দেখা যাবে তাকে। সব মিলিয়ে বার্সার স্কোয়াড নিয়ে নো চিন্তা। আর আক্রমণভাগে মেসির সঙ্গে যদি সুয়ারেজ আর গ্রিজম্যানকে রাখা হয় তাহলে হয়তো গোল নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। আর ব্যাকআপ হিসেবে দুই তরুণ আনসু ফাতি, রিকি পুজও আছেন। তবে মাঝমাঠ সাজাতে একটু বিপাকে পড়তে হতে পারে। কেননা নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে সার্জিও বুসকেটসও আর আরতুরো ভিদালকে পাচ্ছে না বার্সা।

আরও পড়ুন

×