মেসিকে পিএসজিতে স্বাগত টুখেলের

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০১:৪৭
বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা বঞ্চিত হয়েছে পিএসজি। এই বায়ার্নই কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে বার্সেলোনাকে বিধ্বস্ত করেছিল। এরপর বাজারে মেসির বার্সা ছাড়ার গুঞ্জন। তার নতুন দলের তালিকায় আছে পিএসজির নামও। প্যারিসের দলটির কোচ টমাস টুখেল পিএসজিতে স্বাগত জানিয়েছেন মেসিকে।
দলে নেইমার-এমবাপ্পের মতো তারকা থাকতেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সুবিধা করতে না পারা পিএসজি কোচ টুখেল বলেছেন, ‘মেসিকে দলে খুব খুবই স্বাগত। চলতি মৌসুমেই আমরা বেশ কিছু ফুটবলারকে হারিয়েছি। এখন আবার থিয়াগো সিলভা, চপো মোটিংরা চলে যাচ্ছে। আমাদের তাই দলবদলের বাজার থেকে স্কোয়ার্ড বড় করার চেষ্টা করতে হবে।’
তিনি জানান, আগামী মৌসুমে ক্লাবগুলো বিশ্রাম পাবে কম। সেজন্য অনেক বেশি শক্ত দল গড়তে হবে। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, মৌসুম শেষ হওয়ার আগে দলবদল নিয়ে তারা কথা বলবেন না। তবে দুই-একদিনের মধ্যেই পিএসজি বোর্ডের সঙ্গে তারা ফুটবলার কেনার ব্যাপারে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। মেসিকে নিয়ে জার্মান কোচ বলেন, ‘কোন কোচ তাকে চায় না? তবে আমার মনে হয়, সে বার্সাতেই ক্যারিয়ার শেষ করবে। মেসি হলো মিস্টার বার্সেলোনা।’
প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি পিএসজির। তবে পিএসজি কোচ টুখেল মনে করেন, এই অবস্থান ধরে রাখতে হবে তাদের। আর ধরে রাখতে হলে সবাইকে আগামী মৌসুমের জন্য এগিয়ে আসতে হবে। সামনে তাদের প্রমাণ করতে হবে, পিএসজি ইউরোপের শীর্ষ পর্যায়ের দলের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত।