ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

হেরেও বায়ার্নের চেয়ে আয় বেশি পিএসজির

হেরেও বায়ার্নের চেয়ে আয় বেশি পিএসজির

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ১২:০০ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ | ০০:৫৯

ইউরোপসেরার ট্রফি জিততে না পারলেও আয়ের দিক থেকে ইউরোপের সব ক্লাবকে ছাড়িয়ে গেছে পিএসজি। চ্যাম্পিয়নের তকমা জেতা বায়ার্ন মিউনিখের চেয়ে যা চার মিলিয়ন ইউরোর মতো বেশি। ২০১৯-২০ মৌসুমের ফুটবল বাণিজ্য বিশ্নেষণ করে এমনই প্রাক্কলন করেছে সুইজারল্যান্ডের সুইস রাম্বলে।

প্রাক্কলন অনুসারে সদ্য শেষ হওয়া মৌসুমে পিএসজির মোট আয় দাঁড়াচ্ছে ১৩৪ মিলিয়ন ইউরো, আর বায়ার্নের ১৩০ মিলিয়ন ইউরো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার প্রাইজমানির সুবাদে বায়ার্ন ছয় মিলিয়ন ইউরো এবং উয়েফা কো-ইফিসিয়েন্ট র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে চার মিলিয়ন ইউরো পিএসজির চেয়ে বেশি পাবে।

তবে উয়েফার কাছ থেকে পিএসজির চেয়ে দশ মিলিয়ন ইউরো বেশি পেলেও বায়ার্ন পিছিয়ে যাচ্ছে টিভি স্বত্বের আয়ের দিক থেকে। ইউরোপের সব দেশের টিভি পুলের আয় সমান নয়। যে কারণে বায়ার্ন জার্মানিতে ১১.৩ মিলিয়ন পাউন্ড পেলেও পিএসজি ফ্রান্সের বাজারের কারণে পাবে ২৪.৫ মিলিয়ন পাউন্ড। এ কারণেই বার্ষিক আয়ে বায়ার্নকে ছাড়িয়ে যাচ্ছে পিএসজি।

আরও পড়ুন

×