বার্তামেউয়ের প্রতারণা, ছেলের কান্না সবই বললেন মেসি

ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ১২:৫৯
একটা চিঠি দিয়েই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। তার মতে, ওটা ছিল আনুষ্ঠানিকভাবে ক্লাবকে জানিয়ে দেওয়া। তিনি যে ক্যাম্প ন্যু ছাড়ছেন সেটা আগে থেকেই জানতো বার্সার বোর্ড। কিন্তু সময় মতো তার সঙ্গে প্রতারণা করেছেন বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ। মেসি এই কথা যেমন বলেছেন, তেমনি বলেছেন বার্সেলোনা শহর ছেড়ে যাচ্ছেন শুনে তার স্ত্রী-সন্তান কান্নায় ভেঙে পড়েন সেই কথাও।
৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সংবাদ মাধ্যম গোলের কাছে নিরবতা ভেঙেছেন। বলেছেন, ‘যখন আমি বার্সা ছাড়ার কথা প্রথম পরিবারকে বললাম, হৃদয় বিদারক এক নাটক শুরু হয়ে গেল। পুরো পরিবার কান্না শুরু করলো। আমার বাচ্চারা বার্সা ছাড়তে চায় না, স্কুলও বদলাতে চায় না। এসবের পরও আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি দলকে জেতানোর, চ্যাম্পিয়নস লিগ জেতার।’
বার্সেলোনা প্রেসিডেন্ট মারিও বার্তামেউ কথা রাখেননি উল্লেখ করে মেসি বলেছেন, ‘আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম, মৌসুম শেষেই ফ্রি এজেন্টে ক্লাব ছাড়তে পারবো। ক্লাব প্রেসিডেন্ট সব সময় সেটাই বলেছেন, মৌসুমে শেষে আমি থাকবো কি-না সেই সিদ্ধান্ত নিতে পারবো। এখন তারা বলছেন, ১০ জুনই ক্লাব ছাড়ার শেষ সময় ছিল।
তখন ছিল করোনাকাল এবং মৌসুমের মাঝামাঝি। সেজন্য আমি খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বার্সা প্রেসিডেন্ট তার কথা রাখেননি। পুরো মৌসুম ধরে আমি বলে আসছি, আমি ক্লাব ছাড়বো। ক্লাব প্রেসিডেন্ট বলেছেন, এ নিয়ে আমরা পরে কথা বলবো। এখন না। ওই পর্যন্তই। অথচ সভাপতি আমাকে যে কথা দিয়েছিলেন, সেই সুযোগ এখন আমাকে দিচ্ছে না।’
বার্সায় তাই না থেকে উপায় নেই জানিয়ে মেসি বলেছেন, ‘এখন আমি বার্সাতেই থেকে যাচ্ছি। কারণ প্রেসিডেন্ট বলেছেন, ক্লাব ছাড়ার একমাত্র পথ ৭০০ মিলিয়নের রিলিজ ক্লজ দেওয়া। সেটা কোনভাবেই সম্ভব না। পুরো মৌসুম ধরেই আমি ক্লাব প্রেসিডেন্টকে বলে এসেছি আমি দল ছাড়বো। বুরোফ্যাক্স পাঠানোটা ছিল আনুষ্ঠানিকভাবে জানানো।’
- বিষয় :
- মেসি
- বার্সাতেই থাকছেন
- খেলা-আলোচিত
- ফুটবল