ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

সুয়ারেজকে অ্যাথলেটিকোয় যেতে দিচ্ছে না বার্সা!

সুয়ারেজকে অ্যাথলেটিকোয় যেতে দিচ্ছে না বার্সা!

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০ | ০৪:০৪

উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজকে নিয়ে খেলায় মেতেছে বার্সেলোনা। রোনাল্ড কোম্যান বার্সার কোচ হয়ে এসেই জানিয়ে দিয়েছেন, সুয়ারেজকে দলে নেওয়া হবে না। তাকে ক্লাব দেখতেও বলে দেয় বার্সা। সুয়ারেজ জুভেন্টাসে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তারপরও বার্সা তাকে রাখতে রাজি হয়নি। তার সঙ্গে এক বছরের চুক্তি থাকলেও তা বাতিল করেছে বলে খবর। উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ এখন তাই ফ্রি এজেন্ট। কোন অর্থ ছাড়াই যেকোন ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। কিন্তু বার্সেলোনা সুয়ারেজকে বলে দিয়েছে ইউরোপের শীর্ষ চারটি ক্লাবে তিনি খেলতে পারবেন না!

যেতে পারবেন না চিরশত্রু রিয়াল মাদ্রিদে। খেলা যাবে না লা লিগায় বার্সার আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে। নেইমারকে ছিনিয়ে নেওয়া পিএসজিতে যেতে পারবেন না সুয়ারেজ। আবার মেসিকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগা ম্যানচেস্টার সিটিতেও যাওয়া যাবে না তার। বার্সা কি চায় সুয়ারেজ চীন, কাতার কিংবা যুক্তরাষ্ট্রে যাক?

বার্সার সঙ্গে চুক্তি বাতিলের পর ফ্রি এজেন্ট হওয়া সুয়ারেজের সঙ্গে চুক্তির ব্যপারে বেশ এগিয়ে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সাবেক লিভারপুল স্ট্রাইকার সুয়ারেজকে দলে নেওয়ার ব্যাপারে ক্লাবটির কোচ ডিয়াগো সিমিওনে খুবই আগ্রহী। তাকে দুই বছরের চুক্তি দিয়ে চায় তারা। বেতন দিতে চায় বছরে নয় মিলিয়ন ইউরো। সুয়ারেজও চুক্তির শর্তে রাজি হয়েছেন। কিন্তু বাধ সাধছে বার্সা বোর্ডের কেউ কেউ। বার্তামেউও আছেন তার মধ্যে।

ওদিকে সুয়ারেজের সঙ্গে আলোচনা এগিয়েছে বলে অ্যাথলেটিকো স্ট্রাইকার আলভারো মোরাতা তুরিনে গেছেন জুভেন্টাসের সঙ্গে ধারের শর্তে চুক্তি করতে। সিমিওনের তাই হাতের-পাতের দুই হারানোর আশঙ্কা। অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্য শেষ পর্যন্ত সুয়ারেজকে না পেলে তারই জাতীয় দলের সতীর্থ এডিনসন কাভানিকে দলে নেওয়ার বিষয়টি মাথায় রাখছে। পিএসজির সঙ্গে গত মে মাসে চুক্তি শেষ হওয়ার পরে ফ্রি এজেন্টে আছেন তিনিও।

আরও পড়ুন

×