নাদাল-জকোভিচ সুপার ক্ল্যাসিকো

ছবি: ফাইল
--
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ১২:০০ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ | ০২:৩১
প্যারিসে ইতিহাস গড়ার দিন
কঠিন একটা সমীকরণ মেলানোর পালা। এবারের আগে নাদাল আর জকোভিচ কেবল গ্র্যান্ডস্লামের ফাইনালে মুখোমুখি হয়েছেন আটবার। যার মধ্যে একজন চারবার করে শিরোপা জেতেন। আজ নবম ফাইনাল। সেখানে যিনি জিতবেন হবে নয়া ইতিহাস, রেকর্ড। যদি জকোকে হারিয়ে লাল দুর্গে আবারও নাদাল-উৎসব হয়, তাহলে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার একা থাকতে পারবেন না! সবচেয়ে বেশি কুড়িবার গ্র্যান্ডস্লাম জয়ী রজারের রেকর্ডে ভাগ বসাবেন স্প্যানিশম্যান। উল্টোটা হলে জকো প্রবেশ করবেন ১৮-এর ঘরে। সেটাও হবে নয়া কীর্তি। তাতে নাদালের সঙ্গে তার ব্যবধান থাকবে মাত্র একটি গ্র্যান্ডস্লামের।
যেভাবে ফাইনালে তারা
ঘুরেফিরে সেই 'বিগ থ্রি'। এবার নতুনদের দাপট দেখে টেনিসবোদ্ধারা ভেবেছিলেন, ক্লে-কোর্টে নয়া রাজার আবির্ভাব হবে। নারীদের এককে প্রথাটা ভাঙলেও পুরুষ এককে ঘুরেফিরে বিগ থ্রি। তবে এটা সত্য, নাদাল আর জকোভিচ টুর্নামেন্টের প্রথম থেকেই ছিলেন দুরন্ত। শেষ ষোলো পর্যন্ত একপ্রকার হেসেখেলেই এসেছেন। এরপর কিছুটা ঘাম ঝরাতে হলেও ফাইনালের টিকিট পেতে অতটা কষ্ট করতে হয়নি তাদের। সর্বশেষ সেমিতে দু'জনই দিয়েছেন লম্বা পরীক্ষা। শুক্রবার ফিলিপে কার্টিয়ার কোর্টে গ্রিস তরুণ সিসিপাসকে হারাতে প্রায় চার ঘণ্টা লড়তে হয় জকোভিচকে। তাও আবার নানা নাটকীয়তায় দিন শেষে জয়ের হাসি ফোটে সার্বিয়ান সুপারস্টারের মুখে।
- বিষয় :
- খেলা
- টেনিস
- নাদাল-জকোভিচ
- খেলা-আলোচিত