ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

২৪ অক্টোবর ৮টায় প্রথম এল ক্লাসিকো

২৪ অক্টোবর ৮টায় প্রথম এল ক্লাসিকো

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০ | ০৫:১৮

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এটা আগেই জানা গিয়েছিল। তবে ম্যাচটা কখন মাঠে গড়াবে তা ঠিক হয়নি। মঙ্গলবার জানা গেলো, ২৪ অক্টোবর (শনিবার) বাংলাদেশ সময় রাত আটটায় ক্যাম্প ন্যুতে লিওনেল মেসি-আনসু ফাতি বনাম সের্গিও রামোস-ভিনিসিয়াস জুনিয়রদের লড়াই হবে।

এটাই হবে জিনেদিন জিদান এবং রোনাল্ড কোম্যানের প্রথম এল ক্লাসিকোর দৌরাত্ম্য। এর আগে এরনেস্তো ভালভার্দের বার্সা এবং জিনেদিন জিদানের রিয়াল গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় গোল শূন্য সমতা করে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে গেল মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় কিকে সেতিয়েনের বার্সাকে ২-০ গোলে হারান জিদানের দল। গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এবং মারিয়ানো দিয়াজ।

মার্চের ওই ম্যাচের পরে আর মুখোমুখি হয়নি রিয়াল-বার্সা। এবারের এল ক্লাসিকোর আগে রিয়ালের অবশ্য ব্যস্ত সূচি। ১৭ অক্টোবর ঘরের মাঠে তারা লিগ ম্যাচ খেলবে ক্যাডিচের বিপক্ষে। এরপর ২১ অক্টোবর শাখতার দোনেস্কর বিপক্ষে খেলবে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ।

অন্যদিকে বার্সায় এল ক্লাসিকোর আগে একদিন বেশি বিশ্রাম পাবে। ১৭ অক্টোবর তারা লিগ ম্যাচ খেলবে গেটাফের বিপক্ষে। এরপর ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসির বিপক্ষে খেলবে কাতালানরা। বার্সেলোনা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাদের মূল গোলরক্ষক মার্ক টের স্টেগানকে দলে পাওয়ার দিন গুনবে। রিয়াল মাদ্রিদ অপেক্ষা করবে এডেন হ্যাজার্ডের ইনজুরি মুক্ত হওয়ার।

আরও পড়ুন

×