ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ব্রুনো ফার্নান্দেজে চোখ রিয়াল-বার্সার!

ব্রুনো ফার্নান্দেজে চোখ রিয়াল-বার্সার!

ম্যানইউয়ের পর্তুগিজ ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেজ। ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ০৪:৪৪

ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণ বদলে নেওয়ার পত্যয় নিয়ে পর্তুগিজ ক্লাব থেকে ইংল্যান্ডে এসেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। রেড ডেভিলসদের বদলে দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। মাঝে মধ্যে একক চেষ্টায় দলকেও জিতিয়েছেন। কিন্তু ম্যানইউ ব্যর্থ। কোচ ওলে গুনার সুলসারের ওপর তাই আস্থা হারিয়েছেন পর্তুগিজ অ্যাটাকার।

সেই সুযোগটা নিতে চায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সংবাদ মাধ্যম দি সান দাবি করেছে, পর্তুগালের ২৬ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডারকে দলে চায় স্পেনের সেরা দুই ক্লাবই। রিয়াল মাদ্রিদে প্লে মেকার টনি ক্রুস ও লুকা মডরিচের সময় শেষ হতে চলেছে। তাদের তাই একজন নির্ভরযোগ্য আক্রমণাত্মক মিডফিল্ডার দরকার।

মার্টিন ওডেগার্ডকে তৈরি করার কাজ শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। ব্রাজিল থেকে তরুণ রেইনিয়ের জেসুসকে এনে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ধারে ছেড়ে দিয়েছে। রিয়াল তাই তাদের মিডফিল্ডারের তালিকায় ফ্রান্সের কামাভিঙ্গা ও পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজকে রেখেছে বলে খবর।

অন্যদিকে বার্সাও একজন পরীক্ষিত মিডফিল্ডারের খোঁজে মাঠে আছে। তারা লিভারপুলের উইজনালডমকে দলে আনতে ব্যর্থ হয়েছে। ভ্যান ডি বিক বার্সাকে উপেক্ষা করে চলে গেছে ম্যানইউতে। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে বার্সার দলে আছেন ফিলিপে কুতিনহো। ভবিষ্যত চিন্তায় তাই একজন মিডফিল্ডার দরকার বার্সার। ব্রুনো ফার্নান্দেজ হতে পারেন তেমনই একজন।

তবে আট মাস আগে ম্যানইউতে যোগ দেওয়া ফার্নান্দেজ অবশ্য গুঞ্জনে জল ঢেলেছেন। তার ম্যানইউ ছাড়ার কথা সত্য নয় বলে উল্লেখ করেছেন। তবে কোচের ওপর তিনি যে নাখোস সেটা অবশ্য ক’দিন আগেই প্রকাশ্যেই বলেছেন ফার্নান্দেজ। কোচকে বলেছেন, ইংল্যান্ডের ম্যানইউ ডিফেন্ডার হ্যারি মাগুয়েরেকে বিশ্রাম দিতে। কোচ ওলে গুনার সুলসারে পর্তুগিজ তরুণ যে সন্তুষ্ট নন, এটা তার বড় প্রমাণ।

আরও পড়ুন

×