রিয়ালকে হারাল বিলবাও, ক্লাসিকো ফাইনালের আশা ভঙ্গ
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে সুপার কোপার সেমিফাইনালে হার রিয়ালের। ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১ | ০১:১৬
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ক্যাম্প ন্যুতে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তখন কাতালানরা অবশ্য নানান দিক থেকেই অগোছালো ছিল। এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে রোনাল্ড কোম্যানের দল। মৌসুমের মাঝে তাই উচ্ছ্বাস ছাড়ানোর মতো বাড়তি একটা ক্লাসিকোর আশা করছিলেন ভক্তরা।
কিন্তু বৃহস্পতিবার রাতে স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। ভক্তদের সুপার কোপা ক্লাসিকো ফাইনাল দেখার আশায় জল ঢেলেছে রিয়াল মাদ্রিদ।
স্টাডিও লা রোসালেদায় ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বিলবাও। রাউল গার্সিয়ার গোলে ১৮ মিনিটের মাথায় লিড নেয় তারা। প্রথমার্ধে থিবো কর্তোয়ার জালে আরও এক গোল দিয়ে দেন গার্সিয়া। এবার ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
ম্যাচের ৭৩ মিনিটে রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা গোল করে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি জিনেদিন জিদানের দলের। লুকাস ভাসকেসের খুবই বাজে একটা দিনের কারণে হেরে বিদায় নিতে হয়েছে সুপার কোপার সেমিফাইনাল থেকে।
অ্যাথলেটিকো বিলবাও অবশ্য বরাবরই রিয়ালের বিপক্ষে দুর্বল। আগের ২২ লিগ ম্যাচে এক জয় থেকে সেটাই বোঝা যায়। ২০১৫ সালের পরে কোন পর্যায়ের ম্যাচে রিয়ালকে হারাতে পারেনি তারা। এবার আসল লড়াইয়ে রামোস-মডরিচদের হারিয়ে দিল তারা।
আগামী ১৭ জানুয়ারি তাই সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে অ্যাথলেটিকো বিলবাও। এর আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে টাইব্রেকারে জিতে ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। সেমিফাইনালে বার্সার সেরা তারকা লিওনেল মেসি ইনজুরির কারণে খেলতে পারেননি। ফাইনালেও অনিশ্চিত তিনি।