মায়ের জন্যই শাহাদাতকে 'মুক্তি' দিচ্ছে বিসিবি

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৫:৩৩
আবেগভরা কণ্ঠে বিসিবির কাছে নিষেধাজ্ঞা মুক্তির আবেদন জানিয়েছেন বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন। মা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য অর্থ দরকার, আয় করা দরকার দীর্ঘদেহি এই পেসারের। কিন্তু ক্রিকেট ভিন্ন আয়ের কোন পথ খোলা নেই তার সামনে।
বিসিবির আচরণ বিধি ভেঙে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছর সব ধরনের ক্রিকেটের বাইরে থাকার সাজা পাওয়া শাহাদাত তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আরেকটি সুযোগ চেয়েছেন। সাজা থেকে মুক্তি দিয়ে ক্রিকেটে ফেরার সুযোগ চেয়েছেন।
আবেগ মেশানো সেই ডাকে সাড়া দিয়েছে বিসিবি। ১৬ মাস সাজা ভোগ করা শাহদাতের শাস্তি কমানোর জন্য ডিসিপ্লিন কমিটির কাছে পাঠিয়েছে সুপারিশ। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তার সাজা কমানোর ব্যাপারে ইতিবাচক বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।
সোমবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, 'কিছুদিন আগে সাজা কমানোর জন্য বিসিবির কাছে চিঠি দিয়েছে শাহাদাত। ফোনও করেছিল। এছাড়া সংবাদ মাধ্যমেও দেখেছি, সে পারিবারিক সমস্যায় আছে। ওর মায়ের চিকিৎসা করাতে পারছে না। এ বিষয়ে আমরা ক'জন পরিচালক নিজেদের মধ্যে কথা বলেছি। আলোচনা করেছি ডিসিপ্লিন কমিটির সঙ্গেও। তারা সাজা কমানোর ব্যাপারে ইতিবাচক।'
শাহাদাত সংবাদ মাধ্যমকে বলেছিলেন, এবার মুক্ত হয়ে ক্রিকেটে ফিরতে পারলে তিনি আর ভুল করবেন না। ভুল করলে বোর্ডের কারো সামনে কখনও মুখ দেখাবেন না। সবকিছু বিবেচনা করে তার সাজা কমানোর বিষয়টি বোর্ড সভাপতিকেও বলেছেন আকরাম খানরা, 'বোর্ড সভাপতিকে জানিয়েছি। তিনিও সাজা কমানোর ব্যাপারে ইতিবাচক। শাহাদাত মুক্ত হয়ে এবারের এনসিএল খেলতে পারবে আশা করছি।'