টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২১ | ০১:৩৩
আহমেদাবাদে ইংল্যান্ডকে চার টেস্টের সিরিজের শেষটিতে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম টেস্টে হারের পরও বিরাট কোহলিরা সিরিজ জিতেছেন ৩-১ ব্যবধানে।
ঋষভ পান্ত ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত ব্যাটিং এবং আক্ষর প্যাটেল ও রবিশচন্দন অশ্বিনের ঘূর্ণিতে সহজে পাওয়া ওই জয়ে ফাইনালের জন্য 'লর্ডসের টিকিট কাটে ভারত'। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গাউন্ড নয় অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের সাউদাম্পটনে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এমনই দাবি করেছেন। দু'বার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর সুস্থ হয়ে কর্মে ফেরা সাবেক ভারতীয় ক্রিকেটারের মতে, করোনার সময়ে জৈব্য-সুরক্ষা নীতি মেনে ম্যাচ আয়োজনের জন্য লর্ডস কিংবা অন্য ভেন্যুর চেয়ে সাউদাম্পটনে সুবিধা অনেক বেশি।
তিনি বলেন, 'এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) সাউদাম্পটনে হবে। অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভালো হোটেল আছে, যেখান থেকে সহজে জৈব্য-সুরক্ষা বলয় নিয়ন্ত্রণ করা সহজ। এজন্যই করোনা কালে যখন ইংল্যান্ড ম্যাচ আয়োজন শুরু করেছিল, বেশির ভাগ ম্যাচ সাউদাম্পটনেই হয়েছিল।'
এছাড়া কাজে ফেরা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ জানিয়েছেন, দ্রুতই তিনি করোনার টিকা নেবেন এবং আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ দেখবেন। আগামী ১৮ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাঠে গড়াবে। ফাইনালে ভারত শিরোপার জন্য লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। গত দুই বিশ্বকাপের ফাইনালে হারার পর কিউইরা এবার টেস্টের বিশ্বসেরার শিরোপার লড়াইয়ে নামবে।