রোববার দেশে ফিরছেন ক্রিকেটাররা

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১ | ০৮:৩৭
নিউজিল্যান্ড সফর শেষে রোববার দেশে ফিরছে জাতীয় ক্রিকেট দল। এদিন বেলা ১১টা পাঁচ মিনিটে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মাহমুদুল্লাহদের। ক্রিকেটারদের ১৮ জন ফিরলেও কোচিং স্টাফের সবাই আজ ফিরছেন না।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নিউজিল্যান্ডে ছুটি কাটাবেন। ফিল্ডিং কোচ রায়ান কুক দক্ষিণ আফ্রিকায় ফিরছেন পরিবারের কাছে। কোচিং ও সাপোর্ট স্টাফের বাকি সদস্যরা ফিরছেন দলের সঙ্গে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং তিন ম্যাচ টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরছেন তারা।
এদিকে, দেশে ফেরার পরদিনই আইপিএল খেলতে ভারত যাবেন মুস্তাফিজুর রহমান।