নতুন বলের সুবিধা নিতে পারলো না বাংলাদেশ

ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১ | ০০:৪৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ | ০০:৫১
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দিনের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছে বাংলাদেশ। লংকান শিবিরেও ভয় ধরিয়েছেন তাসকিন-শরিফুলরা।
কিন্তু নতুন বলের সুবিধা আদায় করে নিতে পারেননি। তুলে নিতে পারেননি উইকেট।
শ্রীলংকা ২৭ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ব্যাট করছে। ওপেনার দিমুথ করুনারত্নে ৩২ রানে ব্যাট করছেন। তার সংগী লাহিরু থিরিমান্নে খেলছেন ৩২ রান করে।
করুনারত্নে অবশ্য এরই মধ্যে একটা মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। দশম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছেন।
পাল্লেকেলেতের এই টেস্টে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল।
পেসার ইবাদত হোসেনের জায়গায় দলে ডাক পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশে চোটে ছিটকে যাওয়া লাহিরু কুমারার জায়গায় এসেছেন স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। আর স্পিনার ভানিন্দু হাসারাঙ্গার জায়গায় খেলবেন প্রবীণ জয়াবিক্রমা। বাঁহাতি স্পিনারের এটাই প্রথম টেস্ট।
বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকবেলা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্ডো, প্রবীণ জয়াবিক্রমা।